নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদঃশাসক হোক বা বিরোধী মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবীতে ঐক্যমত সকলেই।
জনবহুল এ জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবী ন্যায়সঙ্গত ।এই ন্যায়সঙ্গত দাবীতে যেমন একদিকে প্রকৃত আন্দোলন গড়ে উঠছে অপর দিকে ঘোলা জলে রাজনীতির স্বার্থ চরিতার্থ করার প্রবণতাও স্পষ্ট হচ্ছে।
মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে একটি অরাজনৈতিক মঞ্চ গড়ে ওঠার পাশাপাশি, কয়েকটি রাজনৈতিক দল তাদের রাজ্য ভিত্তিক বিভিন্ন আন্দোলনের ইস্যুতে এই দাবীটিও অন্তর্ভুক্ত করেছে।
মুর্শিদাবাদবাসীর এই দাবী নতুন নয় 2002 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুর্শিদাবাদের কলেজ গুলিকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় তখন থেকেই স্বয়ংসম্পূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের দাবী উঠতে শুরু করে।এখন যখন বেশ কিছু জেলা নানা নামে নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে তখন মুর্শিদাবাদ থেকে যাচ্ছে বঞ্চনার অন্ধকারে। এই বঞ্চনার কারন হিসাবে মূলতঃ দুটি যুক্তি উপস্থাপিত হচ্ছে।প্রথমতঃ মুর্শিদাবাদে রাজ্যের কোন শাসকদলই সেভাবে নির্বাচনে জয় আনতে পারেনি।আবার ভিন্নমতে মুর্শিদাবাদ সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত জেলা তাই এই বঞ্চনা।
বর্তমানে সুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন (SIO) মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবীতে ধারাবাহিক ভাবে বেশ কিছু আন্দোলনের কর্মসূচী পালন করছে।আজ 13ই নভেম্বর তারা জেলায় কলেজ ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘট তেমন বিশাল সাড়া ফেলতে না পারলেও তারা আগামী দিনের আন্দোলনে বদ্ধপরিকর।আগামী 24 নভেম্বর এই দাবীতেই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এই সংগঠন।
অপরদিকে এক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে যে,আগামী পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিবাচক সাড়া সরকারী মহল থেকে মেলার সম্ভাবনা আছে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু শাসকদল এই নির্বাচনে ইতিবাচক সাড়া না পেলে এ দাবী অধরায় থেকে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত।
উনবিংশ শতাব্দীর মধ্যভাগে স্বাধীনত্তোর কালে রাজা কৃষ্ণনাথ স্বপ্ন দেখেছিলেন এ জেলাকে জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান রূপে গড়ে তোলার। তারই সার্থক পরিণতি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। কিন্তু আজও উচ্চশিক্ষার জন্য এ জেলার ছাত্রছাত্রীদের পাড়ি দিতে হয় অন্য জেলায়।এ জেলার ছাত্র ছাত্রী ও শিক্ষানুরাগী মানুষের একান্ত কাঙ্খিত বিশ্ববিদ্যালয় পূরণের জন্য সর্বস্তরে যে আলোড়ন দেখা যাচ্ছে তাকে উপেক্ষা করা এত সহজ নয়।
এখন শুধু দেখার যে,বাংলা বিহার উড়িষ্যার একদা রাজধানী মুর্শিদাবাদ কবে তার উচ্চ শিক্ষার জন্য নিজস্ব প্রতিষ্ঠান একটি স্বয়ং সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় লাভ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584