আসিফ রনি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য চালুর দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন। কার্যত চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে উচ্চশিক্ষা দপ্তরে ‘রিকুইজিশন’ পাঠালো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, স্বাধীনতার দীর্ঘ বছর পরেও রাজ্যের সবচাইতে সংখ্যালঘু জনসংখ্যা বিশিষ্ট জেলা মুর্শিদাবাদে ছিলনা কোন ইউনিভার্সিটি। আর এই নিয়ে দাবি উঠছিল দীর্ঘদিন ধরে, হয়েছে দীর্ঘ আন্দোলন। ২০১৮ সালে সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে সায় দেয়। তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলায় রাজ্য সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন আপাতত বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে শুরু হল। চলতি বছর স্নাতকোত্তর বিভাগের পাঠক্রম চালুর নোটিশ প্রকাশ করা হয়েছে উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে।
জানা গেছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ বর্ষে মোট ১৪টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন করার সার্কুলার জারি করা হয়েছে। তবে, সেই ১৪টি বিষয়য়ের তালিকায় বাংলা, ইংরেজি, বিজ্ঞান বিষয়ের সঙ্গে সঙ্গে সংস্কৃত স্থান পেলেও স্থান পায়নি আরবি ভাষা ও সাহিত্য সহ উর্দুর মত বিষয়।
একই সঙ্গে এতগুলো বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ থাকলেও সংখ্যালঘুপ্রধান এই জেলায় আরবি বা উর্দু বিষয়ে পড়ার সুযোগ না থাকায় সংখ্যালঘু মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পার্শ্ববর্তী জেলা মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেমন আরবিতে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে তেমনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উর্দুতে স্নাতকোত্তর করা সুযোগ রয়েছে। কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ নেই।।
আরও পড়ুনঃ ২০১১ সালের কুখ্যাত বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত নূর ইসলাম ফকির বা খোঁড়া বাদশা, সাজা ঘোষণা সোমবার
চলতি বর্ষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য চালু করার দাবিতে ১৬ ই জুলাই অধ্যাপক ড. মহম্মদ সাইদুর রহমান (আরবি বিভাগীয় প্রধান, লাললোলা কলেজ, সদস্য বোর্ড অফ স্টাডিজ এবং হেড ইগজামিনার, কল্যাণী বিশ্ববিদ্যালয়)র নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা সুজাতা বাগচি ব্যানার্জি মহাশয়ার সাথে সাক্ষাৎ করেন এবং এই মর্মে একটি স্মারকলিপি প্রদান করেন ।
তাতে উনি আশ্বাস দেন যে এই প্রোপজাল উচ্চ শিক্ষা দফতর কে খুব শীঘ্রই পাঠাবেন,প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন যাতে করে এই শিক্ষা বর্ষেই (২০২১-২০২২) পঠন পাঠনের কাজ শুরু করা যায়। তিনি আরো বলেন মুর্শিদাবাদ একটি সাংস্কৃতিক পূর্ণ ঐতিহ্যবাহী জেলা । সেহেতু এখানে ইসলামিক স্টাডিজ,থেওলজি পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ সহ এশিয়ার অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোও যুক্ত করার চিন্তাভাবনা আছে আগামীতে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের লালগোলার পন্ডিতপুরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির
অপরদিকে এই দাবি নিয়ে সেই দিনই শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. বদিউর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়িদুর রহমান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী হাসান সহ বিশিষ্টজনের একটি প্রতিনিধি দল।
আবার এদিকে জোরালো হচ্ছে একের পর এক ছাত্র আন্দোলন। ১৯ -এ জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযান। একই দাবি নিয়ে ২৮ শে জুলাই বেলডাঙা কলেজের ছাত্রদের পক্ষ থেকেও দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। কার্যত চতুর্দিকের দাবি ও আন্দোলনের চাপে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে আরবি বিষয় চালু করা নিয়ে উচ্চশিক্ষা দফতরে ‘রিকুইজিশন’ পাঠাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার উচ্চশিক্ষা দফতরে চিঠি পাঠানাে হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা বন্দ্যোপাধায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584