নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কর্ণাটক হিজাব বিতর্কে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটি ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ‘রাহুল গান্ধীর সঙ্গে কর্ণাটকের মান্ডিয়া কলেজের বোরখা পরে থাকায় গেরুয়া বাহিনীর কাছে হেনস্থা হওয়া ছাত্রী মুসকান খান’, কিন্তু জাতীয় স্তরের সংবাদ মাধ্যম দ্য কুইন্ট ফ্যাক্ট চেকের পরে জানিয়েছে ছবিটি আদৌ মুসকানের নয়, ওই ছবিতে রাহুলের সঙ্গে রয়েছেন এবং ঝাড়খণ্ডের বারকাগাঁও বিধানসভার সদস্য (এমএলএ) অম্বা প্রসাদ।
ঘটনার সূত্রপাত, গত বছর ডিসেম্বর মাসে, উদুপির গভর্নমেন্ট প্রি ইউনিভার্সিটি কলেজে মুসলিম ছাত্রীদের ‘হিজাব’ পরে ক্লাস করায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিয়ে চাপানোতর শুরু হয় এবং পাশাপাশি একাধিক ক্ষেত্রে দেখা যায় গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়ে ছাত্র ছাত্রীরা জয় শ্রী রাম স্লোগান তুলে হিজাবের বিরোধিতা করছেন। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আদালতে। তার মাঝেই মান্ডিয়া কলেজের ছাত্রী মুসকান খান, বোরখা পরে কলেজে যাওয়ায় একদল গেরুয়া বাহিনী জয় শ্রী রাম স্লোগান তুলে হেনস্থা করে তাঁকে।
এরপরেই রাহুল গান্ধী ও ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হতে থাকে রাহুলের সঙ্গে অই ছবিতে রয়েছেন মুসকান খান। তবে এই দাবি যে সর্বৈব মিথ্যা তা জানানো হল দ্য কুইন্ট-এর ফ্যাক্টচেকে।
আরও পড়ুনঃ হিজাব মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, ছাত্রীদের সমর্থনে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়
কুইন্টের প্রতিবেদনে এও বলা হয়েছে যে, ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদের টুইটার প্রোফাইলেও ঐ ছবি দেখা গিয়েছে যেখানে তিনি ঝাড়খন্ড পুলিশকে ট্যাগ করে বিষয়টি তদন্ত করতে বলেছেন এবং যিনি ওই ছবিটি টুইট করে দাবি করেছেন যে ছবিতে রয়েছেন রাহুল গান্ধী ও মুসকান খান সেই টুইট টিও জুড়ে দেন। যদিও ঐ টুইটার ইউজার নিজের প্রোফাইল থেকে টুইটটি মুছে দিয়েছেন তবে দ্য কুইন্ট ছবির আর্কাইভ ভার্সানও প্রকাশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584