শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
হিন্দু বিবাহ একটি ‘পবিত্র’ ঘটনা কিন্তু মুসলিম বিবাহ আসলে একটি ‘চুক্তি’, এক মামলার শুনানিতে এমনই মত প্রকাশ কর্ণাটক হাইকোর্টের। এটি বিভিন্ন ধরণের ভাবনার ‘চুক্তি’ মাত্র, আলাদা করে পবিত্রতার কোন বিষয় এখানে নেই।
এজাজুর রহমান নামে বেঙ্গালুরুর এক বাসিন্দার মামলার পরিপ্রেক্ষিতে এমন মত প্রকাশ কর্ণাটক হাইকোর্টের। ঘটনার সূত্রপাত ১৯৯১ সালে। ওই বছর স্ত্রীকে ‘তালাক’ দিয়েছিলেন এজাজুর। এর পরে তিনি আবার অন্যত্র বিবাহ করেন ও এক সন্তানও জন্মায় তাঁদের। কিন্তু ২০০২ সালে তাঁর প্রাক্তন স্ত্রী একটি মামলা দায়ের করেন। সে মামলার ভিত্তিতে আদালত মাসিক ৩ হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ দেয় এজাজুরকে। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন এজাজুর।
আরও পড়ুনঃ ফের অস্বস্তিতে বিজেপি, বাংলাদেশ ইস্যুতে টুইটারে বিঁধলেন সুব্রমনিয়ন স্বামী
গত ৭ অক্টোবর কর্ণাটক হাই কোর্ট এই মামলার রায় জানায়। রায়ে আদালত বলে, ‘‘বিবাহ একটি চুক্তি, এই কথার বিভিন্ন অর্থ আছে। মনে রাখতে হবে, হিন্দু বিবাহের মতো পবিত্র বন্ধন নয় মুসলিম বিবাহ।“ এবং এজাজুরের আবেদন খারিজ করে দেয় আদালত। পাশাপাশি, আলাদা করে এজাজুরকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584