মুসলিম মহিলাদের ছবি নিলামের জন্য তালিকাভুক্তি, ‘বুল্লি বাই’ অ্যাপ প্রসঙ্গে তোলপাড় নেটমাধ্যম

0
122

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রায় এক বছর আগে ‘সুল্লি ডিল’ নামে একটি অ্যাপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মুসলিম মহিলাদের ছবি ব্যবহার করে নিলামের জন্য তালিকাভুক্ত করে নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে অ্যাপটি বন্ধ করা হয় প্রশাসনের উদ্যোগে। উল্লেখ্য, ‘সুল্লি’ শব্দটি ইন্টারনেটে বহুল প্রচলিত শব্দ যা মুসলিম মহিলাদের অবমাননা করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। আবারও একই ধরণের অভিযোগ উঠলো অন্য একটি অ্যাপের বিরুদ্ধে, এবারে নাম ‘বুল্লি বাই’।

Twitter | newsfront.co
প্রতীকী চিত্র

‘বুল্লি বাই’ নামের এই অ্যাপটির বিরুদ্ধে তুমুল সমালোচনা দেখা গিয়েছে টুইটারে। ইতিমধ্যেই সাংবাদিক ইসমত আরা দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন এই অ্যাপের বিরুদ্ধে, জানা গিয়েছে তাঁর অভিযোগের ভিত্তিতে এনিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ পাশাপাশি তদন্ত শুরু করেছে মুম্বাই সাইবার পুলিশও।

শনিবার গভীর রাতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি টুইট করে জানান ইতিমধ্যেই ‘বুল্লি বাই’ নামের অ্যাপটিকে ব্লক করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ‘বুল্লি বাই’ নামের এই অ্যাপ তৈরি করা হয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন একটি সফটওয়্যার গিটহাবের মাধ্যমে। এ নিয়ে অভিযোগ ওঠার পরে সংস্থা জানায় তাদের নীতি লঙ্ঘন করার কারণে অ্যাপটি স্থগিত করা হয়েছে তাদের তরফেও।

আরও পড়ুনঃ বছরের প্রথম দিনেই গৃহবন্দী ছিলেন তিন প্রাক্তন কাশ্মিরী মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ‘সুল্লি ডিল’ অ্যাপটিও এই সফটওয়্যার-এর মাধ্যমে তৈরি করা হয়েছিল বলেই জানা যায় পরবর্তী তদন্তে। তবে সে ঘটনায় উত্তর প্রদেশ পুলিশ দুটি এফআইআর দায়ের করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here