মন্দিরে দুষ্কৃতী হানা রুখতে বেঙ্গালুরুতে মুসলিম যুবকদের মানবশৃঙ্খল

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হিংসার আগুনে তখন উত্তপ্ত বেঙ্গালুরু। জমায়েত করেছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার জন বলে জানান প্রত্যক্ষদর্শী। চালানো হচ্ছে তাণ্ডব। ঠিক সেই সময়ে ধর্মস্থানে যাতে হিংসার আঁচ না পৌঁছায়, তার জন্য মানবশৃঙ্খল গড়ে মন্দির রক্ষা করতে দেখা গেল এক দল মুসলিম যুবককে। মন্দিরের সামনে একে অপরের হাত ধরে গড়ে তুললেন মানবশৃঙ্খল।

bangaluru violance erupts | newsfront.co
সম্প্রীতির লৌহকপাট। ছবিঃ এএনআই ভিডিও-র স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। তাতে ওই যুবকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। স্থানীয় কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির এক আত্মীয়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে মঙ্গলবার হিংসা ছড়িয়ে পড়ে পূর্ব বেঙ্গালুরুতে। নবীর বিরুদ্ধে ‘কুরুচিকর মন্তব্য’ ঘিরে গতকাল রাতে রণক্ষেত্রের চেহারা নেয় বেঙ্গালুরুর ডিজে হাল্লি এবং কেজি হাল্লি থানা এলাকা।

পলকেশী নগরে একটি থানায় ভাঙচুর চালায় একদল উত্তেজিত জনতা। কংগ্রেস বিধায়ক আখান্দা শ্রীনিবাস মূর্তির বাড়িতে ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। পুলিশ এবং বিধায়কের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোতল এবং পাথর। বিধায়কের বাড়ির সামনে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

ক্রমশ পরিস্থিতি শোচনীয় হতে থাকে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে, তাদের সঙ্গেও সংঘর্ষ বাধে ওই দুষ্কৃতীদের। তাতে ৬০ জন পুলিশকর্মী জখম হন। হাঙ্গামাকারীদের হটাতে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় তিন জনের।

আরও পড়ুনঃ কতটা নিরাপদ রাশিয়ার ভ্যাকসিন? পরীক্ষা করার কথা বললেন এইমস ডিরেক্টর

সেখান থেকে ডিজে হাল্লি থানা এলাকায় অবস্থিত একটি মন্দিরে ঢুকতে যায় ওই দুষ্কৃতীদের দল। আর ঠিক তখনই ওই মন্দিরে যাতে হিংসার রেশ এসে না পৌঁছায়, তা নিশ্চিত করতে এগিয়ে আসেন এলাকার একদল মুসলিম যুবক। মন্দিরের সামনের রাস্তায় একে অপরের হাত ধরে মানবশৃঙ্খল গড়ে তোলেন। তাঁরা এই পদক্ষেপ না করলে অঘটন ঘটে যেত বলে দাবি স্থানীয়দের।

এদিন ‘লৌহকপাট’ তৈরি করে মন্দিরের গায়ে হিংসার ছিটেফোঁটা আঁচ পড়তে দেননি তাঁরা। গতকাল রাত থেকেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। এ দিন সকালে সংবাদ সংস্থা এএনআই-ও একটি ভিডিয়ো প্রকাশ করে। তাতে ওই মুসলিম যুবকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here