কবির হোসেন, মুর্শিদাবাদঃ
অনন্য নজির দেখল চুনশহর গ্রাম! হিন্দু মেয়ের বিয়েতে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়। অতিথি আপ্যায়ন থেকে কন্যা বিদায় ধর্মীয় রীতিনীতি মেনে সমস্ত কাজ করলো মুসলিম ভাইয়েরা। সালার থানার অন্তর্গত চুনশহর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বিত্তেল পরিবার।
উল্লেখ্য, এই চুনশহর গ্রামটি মুসলমান অধ্যুষিত এবং এখানে মাত্র দুইটি হিন্দু পরিবার দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই পরিবারটিতে তিন মেয়ে ও এক ছেলে সংসার। কিছুদিন ধরে খুব সমস্যায় পড়েছিল তার মেজ মেয়ের বিয়ের বিষয়ে অপরদিকে করোনা কালে কাজকর্ম কিছুই নেই। এই আর্থিক অনটনে মেয়ের বিয়ে ঠিক করেছেন, জাকজমক পূর্ণ না হলেও বরপক্ষের আপ্যায়ন থেকে যাবতীয় বিয়ের খরচ জোগাড় করবেন কী করে ? সেটাই ছিল বড় প্রশ্ন। এক দিকে আর্থিক সমস্যা অন্যদিকে ভাল পাত্রকে হাতছাড়া করতে চাইছিলেন না। এই দুই সমস্যার মধ্যে গ্রামের মুসলিম জনৈক ব্যক্তিকে তিনি তার সমস্যার কথা তুলে ধরেন। এরপর স্থানীয় মুসলিম ভাইয়েরা এগিয়ে আসেন এই বৃত্তেল পরিবারের মেয়ের বিয়েতে। বিয়ের তত্ত্ব থেকে কন্যা বিদায় সমস্ত ব্যবস্থা এবং বরযাত্রীর আপ্যায়ন করলেন মুসলিম সম্প্রদায়ের ভাইরা। মুর্শিদাবাদ বহরমপুর যুব সভাপতি আনারুল ইসলাম এই অনন্য সম্প্রীতির নজিরের জন্য চুন শহরবাসীকে সাধুবাদ জানান। তাদের এই কাজকর্ম দেখে পরিবারের যারপর নাই খুশি বিত্তেল পরিবার। বিয়েতে ৫০ জন বরযাত্রী আসার কথা থাকলেও আসেন ৮০ জন। তবে তাতেও আপ্যায়নে কোন খামতি হয়নি। সমস্ত হিন্দু রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। পরের দিন বিত্তেল পরিবারে চোখে মুখে প্রশান্তির ছাপ লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃ শুরু হলো মারাংবুরু সংহতি মিলন মেলা ২০২২
এই উৎকৃষ্ট উদাহরণ দীর্ঘদিন স্মরণ করবে সালার ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। যদিও মুর্শিদাবাদ জেলার সালার থানা মধ্য মুসলিম অধ্যুষিত এলাকা হলেও এখানে উভয় ধর্মের জনগণ দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করে, সমস্ত সুখ দুঃখ এক সঙ্গে ভাগ করে নেয়। এমনই এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখলো সালারবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584