উমার ফারুক,চাঁচল,২৪ নভেম্বর:
গ্রামের হিন্দু অনাথ মেয়ের বিয়ের যাবতীয় দায়িত্ব ভার বহন করে সাহায্যের হাত বাড়িয়ে সম্প্রীতির অনন্য নজির গড়লেন প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ।
ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল-২ ব্লকের খানপুর গ্রামে।এই গ্রামের তেজ্লাল চৌধুরী গত বছর মারা যান।তিনি পেশায় ছিলেন মৎস্যজীবী,পরিবারের একমাত্র রোজগেরে। তার পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে অভাবের সংসার।তিনি একবার গ্রাম পঞ্চায়েতের মেম্বারও ছিলেন।তার দ্বিতীয় মেয়ে স্বরস্বতী চৌধুরীর বিয়ের বন্দোবস্ত করতে গ্রামবাসী সক্রিয় ভূমিকা পালন করেন।
বিয়েতে আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন গ্রামের বাসিন্দা ললিয়াবাড়ি সিনিয়ার মাদ্রসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল এর মালদা জেলা সেক্রেটারি মতিউর রহমান, শিক্ষক আব্দুল বারি,এমাদুর জালাল, সহিদুল প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য বিয়ে অনুষ্ঠানের চাল,ডাল থেকে নব দম্পতির পরিধানের বস্ত্র ও নগদ কয়েক হাজার টাকা সবকিছুর আয়োজন করেছে খানপুর গ্রামের মুসলিম বাসিন্দারা।দেশে যখন অসহিষ্ণুতার বাতাবরণ তখন খানপুর গ্রামের এই সম্প্রীতির অনন্য নজির দেশের মানুষকে পথ দেখাবে বলে মত প্রকাশ করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584