অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়া সফরের শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। প্রথম ম্যাচের জন্য জরিমানা টিম ইন্ডিয়ার। সিডনিতে প্রথম ওয়ান-ডেতে নির্ধারিত সময়ে নিজেদের বোলিং শেষ করতে পারেনি ভারত। প্রথম ইনিংস শেষ হওয়ার নির্দিষ্ট সময়ে দেখা যায়, তখনও এক ওভার বাকি।
এরপরই ম্যাচ শেষে স্লো-ওভার রেটের জন্য আইসিসি’র কোড অব কন্ডাক্ট মেনে ভারতীয় দলের শাস্তির সুপারিশ করেন আম্পায়াররা। পরে কোহলি নিজেদের দোষ স্বীকারও করে নেন। এরপরই শাস্তিস্বরূপ ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই প্রসঙ্গে বিবৃতিও দেয় আইসিসি। সিডনিতে প্রথম ওয়ান-ডে ম্যাচে অজিদের বিরুদ্ধে ৬৬ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার করা ৩৭৪ রানের জবাবে ভারত সংগ্রহ করে ৩০৮ রান। সেই হারের ধাক্কা কাটিয়ে কাল একই মাঠেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।
আরও পড়ুনঃ খালি পায়ে অস্ট্রেলিয়ার সংস্কৃতিকে সম্মান টিম ইন্ডিয়ার
গতকালের মতো কালও সকাল ৯.১০ থেকে ম্যাচ শুরু হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল ভারতের কাছে জয় ছাড়া আর কোনো উপায় নেই।
প্রথম ম্যাচে হারের পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কে এল রাহুলকে পাঁচ নম্বর জায়গা থেকে সরিয়ে তার আসল জায়গা ওপেনিংয়ে নিয়ে আসা হতে পারে। আর তিনি ওপেন করলে পাঁচ নম্বরে ব্যাট করবেন প্রথম ম্যাচে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করা মায়াঙ্ক আগাওয়াল।
আরও পড়ুনঃ ফের বল হাতে মাঠে নামবেন শ্রীশান্ত
গতকাল শুরুটা ভাল করেও ১৮ বলে ২২ রান করে আউট হন মায়াঙ্ক। তাই ওপেনিংয়ে নির্ভরতা আনতে শিখর ধাওয়ানের সঙ্গে রাহুলকে খেলানো হতে পারে। এছাড়া বোলিং বিভাগে পেসার নবদীপ সাইনিকে বসিয়ে তার জায়গায় খেলানো হতে পারে পেসার শার্দুল ঠাকুরকে। গতকাল মার্নাস লাবুশেনের উইকেট পেলেও ১০ ওভারে ৮৩ রান দেন সাইনি।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584