মুনিরুল তারেক, বাংলাদেশঃ
গত শুক্রবার ভোর থেকে সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাদের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করেছে বাংলাদেশ। মাছ আহরণের ট্রলারে করে মিয়ানমার সেনাদের সন্দেহজনক তৎপরতার কারণ জানতে চাওয়ার পাশাপাশি এসব বন্ধে বার্তা দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় সেনা সমাগমের প্রতিবাদ জানিয়ে ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে গতকাল ১৩ সেপ্টেম্বর তলব করা হয় মন্ত্রণালয়ে।
আরও পড়ুনঃ গভীর রাতের অন্ধকারে উমর খালিদকে গ্রেফতার
এসময় দূতের কাছে সন্দেহজনক এসব তৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল-বোঝাবুঝি অবসানের জন্য মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ। মায়ানমারের রাষ্ট্রদূতের হাতে কূটনৈতিক একটি পত্রও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মাছি মারতে গিয়ে বিস্ফোরণ! পুড়ল বাড়ি
জানা গেছে, শুক্রবার ভোরে কা নিউন ছুয়াং, মিন গা লার গি ও গার খু ইয়া, দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের এ তিন পয়েন্টে ট্রলার থেকে সৈন্যরা নেমেছেন। এর সীমান্ত পয়েন্টগুলোর মধ্যে অন্তত একটির দূরত্ব আন্তর্জাতিক সীমান্তের ২০০ মিটারের মধ্যে।
ওই তিন পয়েন্টে মাছ আহরণের ট্রলারের কাঠের নিচে বসিয়ে সৈন্যদের জড়ো করা হয়েছে। ধারণা করা হচ্ছে- শুক্রবার ভোরে এক দিনেই এক হাজারের বেশি মিয়ানমারের সৈন্য আনা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584