রাস্তায় হাঁটু গেঁড়ে বসে শিশুদের প্রাণভিক্ষা সন্ন্যাসিনীর

0
134

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মায়ানমারে সেনা বিরোধী বিক্ষোভে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা, সংঘর্ষে প্রাণ গিয়েছে বেশ কিছু শিশুরও। এবার সেই মৃত্যুকে রুখতে সশস্ত্র পুলিশের সামনে হাঁটু গেড়ে বসে শিশুদের জন্য প্রাণভিক্ষা চাইলেন সিস্টার অ্যান রোজ নু তওয়ং। সশস্ত্র সেনা-পুলিশের সামনে রাস্তায় বসেই আর্জি জানালেন, “ভিক্ষা চাইছি দয়া করে বাচ্চাদের গুলি করবেন না।“

Myanmar Nun | newsfront.co

রাতারাতি নির্বাচিত সরকারকে সরিয়ে যে ভাবে মায়ানমার সেনা ক্ষমতার দখল নিয়েছে, তার প্রতিবাদে বৌদ্ধ-সংখ্যগরিষ্ঠ মায়ানমারে গণবিক্ষোভ অব্যাহত।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক সন্ন্যাসীনিকে বলতে শোনা যায়, “আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। জানি না আরও কত জীবনের অপচয় এ ভাবে দেখে যেতে হবে।“ সন্ন্যাসিনীর কাতর আর্তির সামনে অল্প সময়ের জন্য হলেও থমকে যায় উর্দিধারীর দল। সিস্টার অ্যানের সামনে হাঁটু মুড়ে বসে হাতজোড়ও করতে দেখা যায় এক দু’ জনকে।

আরও পড়ুনঃ বিজেপি মন্ত্রীর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি আদালতের

যদিও রাস্তায় বসে থাকা অবস্থাতেই সন্ন্যাসিনী দেখলেন মাথায় গুলি খেয়ে প্রতিবাদীদের একজন রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ওই সন্ন্যাসিনী তাও বলে চলেন, ‘‘আমি ওঁদের অনুরোধ করি আমার সন্তানদের অত্যাচার না করতে, গুলি না করতে। বদলে আমায় গুলি করে মারতে।“

আরও পড়ুনঃ ১.১৫ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণের হিসাব মুছে দিল ব্যাংক, জানাল কেন্দ্র

মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে পথে নেমেছে দেশের সাধারণ মানুষ। আন সাং সু চি পন্থীদের দমন করতে মরিয়া সে দেশের সেনা। সেই উদ্দেশ্যে নির্বিচারে দমন পীড়ন চালাচ্ছে তারা। সেনা শাসনের অবসান ও নেত্রী আন সাং সু চি-সহ নির্বাচিত সরকারি নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here