নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কর্ণাটকের হিজাব বিতর্কে প্রথম বড় পদক্ষেপ নিল মাইসোরের একটি বেসরকারি কলেজ। মুসলিম ছাত্রীরা যাতে হিজাব পরেই ক্লাস করতে পারেন সে কারণে কলেজের ইউনিফর্ম নীতিই তুলে দিল কলেজ কর্তৃপক্ষ। এমনটাই প্রকাশিত হয়েছে জাতীয় স্তরের সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে।
ডিডিপিইউ- মাইসোর জেলার একটি বেসরকারি কলেজ। কলেজ কর্তৃপক্ষের তরফে ডিকে শ্রীনিবাস মুর্তি জানান যে ৪ জন ছাত্রী হিজাব ছাড়া ক্লাস করতে সরাসরি অস্বীকার করেন। তিনি নিজে কলেজে গিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনাও করেন। ইতিমধ্যে কলেজ জানিয়ে দেয় যে, যাতে ছাত্রীরা ক্লাস করতে পারেন সেকারণে তাঁরা ইউনিফর্ম নীতি বাতিল করছেন।
কর্ণাটক হিজাব মামলায় হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে,মামলার মূল রায়দান না হওয়া পর্যন্ত হিজাব এবং গেরুয়া স্কার্ফ কোনটিই পরা যাবে না শিক্ষাপ্রতিষ্ঠানে। তার জেরে বেশীরভাগ কলেজেই প্রতিবাদে ক্লাস করছেন না মুসলিম ছাত্রীরা।
আরও পড়ুনঃ ভিডিও বক্তৃতায় নিজের স্বভাবসিদ্ধ সহাস্য ভঙ্গীতে মোদীকে তুলোধোনা মনমোহন সিং-এর
কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন ক্লাসে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারির সরকারি আদেশ প্রত্যাহার করার জন্য। এই পরিস্থিতিতে ডিডিপিইউ-এর ইউনিফর্ম নীতি বাতিলের সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ “নিজের বাড়িতে নিরাপদ নন তাই সেখানে হিজাব পরুন”, বিতর্কিত মন্তব্য ভোপালের সাংসদ প্রজ্ঞার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584