নিজস্ব সংবাদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাদিখানদিয়ার অঞ্চলের নওদাপাড়া গ্রামে ৪৫ দিনের শিশু খুনের সন্দেহে আটক বাবা ও মা।
মৃত শিশুর নাম মুসলিমা খাতুন (বয়স ৪৫ দিন)। পিতা উদ্দীস মন্ডল, মা মাসুরা বিবি। যদিও পিতামাতার দাবি, নিজের সন্তানকে কেনো হত্যা করবো, সকালে যখন ঘুম থেকে ওঠার পর থেকে নড়ছিল না, তারপরে বুঝতে পারি যে মারা গিয়েছে।
মৃত শিশুর বাবা বলেন যে, আমি বাড়িতে ছিলাম না পরে জানতে পারলাম যে মারা গিয়েছে আমার ছোটো সন্তান। আর আমি কেনো আমার নিজের সন্তানকে হত্যা করতে যাব। আমার ওপর পাড়ার কারো কোনো শত্রুতা থাকার কারণে পুলিশকে এমন খবর দিয়ে মিথ্যা কথা রটানো হচ্ছে।
আরও পড়ুনঃ বিজেপি নেতা গৌতম রায়কে ভিডিও কল করে ব্ল্যাকমেলের অভিযোগ
ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584