করোনা আক্রান্ত বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য মুচিপাড়ায়

0
43

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অসুস্থ হলেও কোনও হাসপাতালে ভর্তি হননি মুচিপাড়ার এক বৃদ্ধ বাসিন্দা। কিন্তু ব্যক্তিগতভাবে করোনা টেস্ট করিয়ে দেখেছিলেন তিনি করোনা পজিটিভ। তারই আচমকা মৃত্যুতে শনিবার রাতে তাঁর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুচিপাড়া এলাকায়। শনিবার রাতে বৃদ্ধের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে মুচিপাড়া থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে তাঁর প্রতিবন্ধী স্ত্রী’কেও।

dead body | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দম্পতি আদতে নিঃসন্তান। দিনকয়েক ধরেই দম্পতির জ্বর, সর্দি হয়েছিল। সেই কারণে দু’জনে গত মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করিয়ে এসেছিলেন। পরে বৃহস্পতিবার সেই পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় বছর ৬৬-এর ওই বৃদ্ধ করোনা আক্রান্ত। তবে তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে বৃদ্ধের রিপোর্ট পজিটিভ আসতেই এক আত্মীয়কে শুক্রবারই ফোন করে বিষয়টি জানান ওই বৃদ্ধা।

আরও পড়ুনঃ মোদির নির্দেশে তেলেঙ্গানার ভেন্টিলেটর পাঠানো হয়েছে বাংলায়, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সেই আত্মীয় তাঁকে জানান, তিনি অ্যাম্বুল্যান্স পাঠিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে দিচ্ছেন। কিন্তু শনিবার সেই খবর দেওয়ার জন্য তিনি ফোন করলে দম্পতির কেউ-ই ফোন ধরেননি। শেষে ওই আত্মীয়ই স্থানীয় মুচিপাড়া থানায় ফোন করলে পুলিশ গিয়ে দেখে বৃদ্ধ বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। ঘরের এককোণে পড়ে রয়েছেন তাঁর স্ত্রীও।

আরও পড়ুনঃ ভাড়া বাড়াতে অনড় রাজ্য, চালু হয়েও বন্ধ ৪০ রুটের বাস পরিষেবা

এরপরই পুরসভার অ্যাম্বুলেন্স ডেকে ওই আত্মীয় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি, তাঁর স্ত্রী’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই জানা গিয়েছে। মুচিপাড়া থানার পুলিশ জানিয়েছে, বৃদ্ধের মৃত্যুর আসল কারণ জানতে দেহ রাতেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই মৃত্যু তা এখনও স্পষ্ট হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here