নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শুক্রবার শহর শিলিগুড়ির অরবিন্দপল্লীতে এক ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম নীলাভজো দত্ত। জানা গিয়েছে যে ওই ব্যক্তি একাই থাকতেন বাড়িতে এবং স্থানীয় বাসিন্দা তাকে খাবার দিতেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ও ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়িটি পরিষ্কারের জন্য আসেন। এর পরেই বাড়ির ভেতরে গিয়ে দেখেন ওই ব্যক্তির দেহ মেঝেতে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় ওই ব্যক্তির দাদা উপেন দত্তকে। এরপর তিনি জানান যে সকালে এসে দেখি আলমারি ভাঙা। ঘর থেকে উধাও বহু জিনিস।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কায় মৃত দুই, আহত তিন
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ি থানার আইসি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে কিভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584