ভিন রাজ্যে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

0
29

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম বদন রায়(৪০)। সে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরদার পাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে বদনবাবু এলাকার কয়েকজনের সঙ্গে ত্রিপুরায় শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে এক ঠিকাদারের অধীনে ওয়েল্ডিং এর কাজ করতেন। রাতে সহকর্মীদের সঙ্গেই থাকতেন। এরপর শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে কিছুক্ষণের জন্য বের হয়। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন।

শোকগ্রস্ত পরিবার। নিজস্ব চিত্র

এরপর রাত ১০টা নাগাদ ওই ঘরের সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। এই দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই বিষয়ে লিখিতভাবে জানানো হয় স্থানীয় থানায়। তবে কি ভাবে বদন বাবুর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সহকর্মী ও পরিবারের সদস্যরা। এরপর ঠিকাদারের উদ্যোগে রবিবার মৃতদেহ রাজগঞ্জের বাড়িতে পৌঁছায় এবং ওই রাতেই শেষকৃত্য সম্পন্ন করা হয়। যদিও ওই শ্রমিকের পরিবার এই ঘটনার সঠিক তদন্ত হোক এই দাবি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here