বাগুইআটির ভাড়া বাড়িতে বার ড্যান্সারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

0
93

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বাগুইআটির এক বার ড্যান্সারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইস্ট মল রোডে। জানা গেছে, এই যুবতী নর্তকী সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে এই ফ্ল্যাটে থাকতেন। শনিবার রাতে তালা ভেঙে উদ্ধার করা হয় যুবতীর পচাগলা দেহ।

Sweety Kaur | newsfront.co
সুইটি কৌর

জানা গিয়েছে, ওই যবুতী পেশায় বার ডান্সার, বিভিন্ন পানশালায় চুক্তিভিত্তিক নাচ করতেন তিনি। মৃতের নাম সুইটি কৌর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রকাশ বর্তমানে বেপাত্তা পুরুষসঙ্গী। ঘটনার তদন্তে নেমেছ বাগুইআটি থানার পুলিশ।

আপাতত পুরুষসঙ্গীর খোঁজে পুলিশ। ওই যুবতীকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। কারণ, যুবতীর নাকে মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তে হদিশ মিলল ২০০ মিটার সুড়ঙ্গের

মনে করা হচ্ছে, মুখে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে ওই যুবতীকে। কারণ, যখন দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢোকে তখন যুবতীর মুখে বালিশ রাখা ছিল। তালা ভেঙে পুলিশ ঘরে ঢুকে দেখতে পায় সুইটির নিথর দেহ। সুইটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাগুইআটির মৃণালকান্তি মণ্ডলের বাড়িতে তিন মাস আগে ভাড়া আসেন ওই যুবতী। বাড়ির মালিক জানিয়েছেন, পুরুষ সঙ্গী সৌরভ চক্রবর্তীর সঙ্গে বাড়ি ভাড়া নেন ওই যুবতী। মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুনঃ এন্টালির নির্মীয়মাণ আবাসন থেকে মিলল বাইশটি তাজা বোমা

পুলিশি তদন্তে জানা গেছে, মাসকয়েক আগে সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল সুইটির। বাগুইআটি থানা এলাকার ইস্ট মল রোডে একটি ভাড়া বাড়িতে থাকতেন দু’জনে। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল না সুইটি এবং সৌরভের। নিজেদের মতো করে ঘরেই সময় কাটাতেন তাঁরা। আপাতদৃষ্টিতে দু’জনের সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা লক্ষ্য করা যায়নি।

তবে সুইটির দেহ উদ্ধারের পর থেকে সৌরভ বেপাত্তা। তাই সৌরভই তাঁকে খুন করেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মনে করা হচ্ছে, সম্পর্কের অবনতির কারণে সুইটিকে খুন করে বেপাত্তা হয়ে গিয়েছে সৌরভ। ঠিক কী কারণে সুইটিকে খুন করল সৌরভ? তাঁদের দু’জনের মধ্যে কী তৃতীয় ব্যক্তির উপস্থিতি নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here