নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সোমবার ২৭ জুলাই রেজিনগর থানার অঞ্চল পাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার সেখের মৃত্যু হয়। বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় আনোয়ার সেখের মৃতদেহ। পরিবারের অভিযোগ, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়েছে তাকে। এই মর্মে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রেজিনগর থানার পুলিশ। মৃতের ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে স্ত্রী সোনালী বিবি ও পঞ্চায়েত মেম্বার সাহাদ আলী মন্ডলকে রেজিনগর থানার পুলিশ শুক্রবার সকালে গ্ৰেফতার করে।
আরও পড়ুনঃ করোনারোগী সন্দেহে পুলিশ কর্মীর বাবার দেহ সৎকারে বাধা
স্থানীয় সূত্রে জানা যায়, সোনালী বিবি ও তৃণমূল পঞ্চায়েত মেম্বার সাহাদ আলী মন্ডলের অবৈধ সম্পর্ক ছিল। তার জেরে স্ত্রী ও প্রেমিক মিলে পরিকল্পনা করে খুন করে আনোয়ার সেখকে। ধৃতদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছে মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে তৎক্ষণাৎ রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী অভিযুক্ত তৃণমূল সমর্থিত মেম্বার সাহাদ আলী মন্ডলকে দল থেকে বহিষ্কার করে এবং মৃতের পরিবারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584