নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট হাই স্কুলের মাঠে অজানা কারণে বেশ কিছু হরিতাল বা বুনো পায়রার রহস্য জনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার মাদারিহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় বেশ কিছু বুনো পায়রা বা রঙীন হরিতাল মরে পড়ে থাকতে দেখা যায়। ইতিপূর্বেও এক সপ্তাহ আগে ঠিক একই ভাবে বেশ কয়েকটি হরিতালকে স্কুলের মাঠ থেকে উদ্ধার করেছিলেন স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ শারীরিক প্রতিবন্ধকতা হারিয়ে শিল্পী মনের উপহারে মুগ্ধ পুলিশ আধিকারিক
তবে ঠিক কী কারণে একের পর এক হরিতালের মৃত্যু ঘটছে তার কারণ স্পষ্ট নয়। তবে স্কুল শিক্ষকদের অনুমান, স্কুলের আশপাশে থাকা বেশ কয়েকটি মোবাইল টাওয়ারের রেডিয়েশনের কারণেও মৃত্যু হয়ে থাকতে পারে পাখি গুলির। তবে ওই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বনকর্তারা। তবে রহস্যজনক ভাবে একের পর এক হরিতালের মৃত্যুতে রীতিমতো উদ্বিগ্ন ও আতঙ্কিত পরিবেশ প্রেমীরা।
পক্ষী প্রেমী বাবুল গাঙ্গুলি বলেন, “জলদাপাড়া জঙ্গল লাগোয়া এলাকায় বুনো পায়রার মৃত্যু খুবই উদ্বেগ জনক। বন দফতর বিষয়টি খতিয়ে দেখুক।” মৃত হরিতাল গুলোর ময়নাতদন্ত করছে বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, “মৃত বুনো পায়রাগুলোর ময়না তদন্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা প্রাণী চিকিৎসকদের সঙ্গে কথা বলছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584