শ্যামল রায়,কালনাঃ
রবিবার দুপুর সাড়ে দশটা নাগাদ এক মহিলার গলায় গামছা ও লোহার শেকল পড়ানো অবস্থায় মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকেরা।পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম পুষ্প দাস।বয়স৫৬।
ঘটনাটি ঘটেছে কালনা ২ নম্বর ব্লকের আনুখালে। পুলিশ সূত্রে খবর তদন্ত শুরু হয়েছে।মৃত মহিলার স্বামী জানিয়েছেন যে তিনি ধানের ব্যবসা করেন। প্রতিদিনকার মত সকালে খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান।বাড়ির লোক মারফত খবর পান যে তার স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মধ্যে তিনি খবর পাওয়া মাত্রই বাড়িতে ছুটে আসেন। বাড়িতে এসে দেখতে পান ঘরের জিনিসপত্র লন্ডভন্ড গলায় গামছা এবং লোহার শেকল পড়ানো অবস্থায় রয়েছে।তিনি দাবি করেছেন যে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে তার স্ত্রীকে খুন করে পালিয়েছে।
তিনি আরো জানিয়েছেন যে তার স্ত্রীর কানের দুল সমেত এক ভরি সোনা এবং বাড়িতে থাকা দুই হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।তবে প্রতিবেশী এবং বাড়ির লোকেরা জানিয়েছেন এই এলাকায় এই ধরনের ঘটনা কখনো ঘটেনি।পরিবারের বধূ পার্বতী দাস জানিয়েছেন যে তিনি প্রথমে ঘরে এসে শাশুড়ির এরকম অবস্থা দেখতে পান।
আরও পড়ুনঃ বন্ধ বাড়ি থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ
তিনি ভেবেছিলেন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তারপর মাথায় জল দেওয়ার পর দেখতে পান গলায় গামছা জড়ানো এবং লোহার একটা শেকল পড়ানো অবস্থায় রয়েছে ফোন করে শশুর কে ঘটনাটি জানান। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584