রহস্যময় মিশরে নতুন চল্লিশটি মমির হদিস

0
110

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

Mysterious Egypt's new forty-four mummies
ছবি সৌজন্যে-রয়টার্স

সেই প্রাচীনকাল থেকে মিশরের মমি নিয়ে কৌতুহল ক্রমশই বেড়ে চলেছে । আজ অব্দি সেই রহস্যের কিনারা করতে মরিয়া সারা পৃথিবীর প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক গবেষক মহল।

এবার মমি গবেষকদের কৌতুহলে আরও ৪০ টি মমির সন্ধান। শনিবার এমনটাই জানিয়েছেন মিশরের পুরাতাত্ত্বিক বিভাগের মন্ত্রী খালেদ এল-এনি । তাঁর কথায় ” প্রাপ্তবয়স্ক সহ, শিশু ও পশুদের মমি উদ্ধার হয়েছে মিনয়া গভর্নরেটের একটি ভূগর্ভস্থ কক্ষ থেকে। এখনও অব্দি ৪০ টিরও বেশি মমি পাওয়া গেছে।”

আরও পড়ুনঃ ফিলিপিন্সের ক্যাথলিক চার্চে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ২৭

প্রত্নতাত্ত্বিক গবেষক রামি রাস্মি এএফপিকে জানান, “৪০ টি মমি আবিষ্কার হয়েছে । এগুলির মধ্যে ১২ জন শিশু এবং ৬ টি প্রাণি এবং বাকিরা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা।”
মিশরের ‘সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিস’এর প্রধান মোস্তফা ওয়াজিরির কথায় ” এই স্থানে পাওয়া পাত্র এবং প্যাপিরাসের টুকরো গবেষকদের সঠিক সময় নির্ধারণ করতে সাহায্য করবে।”

উল্লেখ্য , পৃথিবীর ইতিহাস রচনায় রহস্যময় দেশ মিশর যুগে যুগে প্রত্ন ও নৃবিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু । আর এই রহস্যময়তার কারণ সে দেশের উচু পিরামিডগুলি ও তার অভ্যন্তরে থাকা মমিগুলি । তবে নতুন আবিষ্কৃত এই ৪০ টি মমি মিশর রহস্যের কিনারা করতে ঐতিহাসিকদের এক ধাপ এগিয়ে রাখবে সে কথা নিঃসন্দেহে বলা যায় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here