নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সোমবারের বোর্ড মিটিং-এর পর এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম ঘোষণা করলো টাটা গ্রুপ। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ-কেই এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিয়োগ করলো সংস্থা। ২০২১ সালের ৮ অক্টোবর ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা গ্রুপ।
গত মাসে তুরস্কের উড়ান সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঘোষণা করে টাটা গোষ্ঠী। এপ্রিল মাস থেকে আইসির দায়িত্বভার গ্রহণের কথা থাকলেও পরে সেই প্রস্তাব ফিরিয়ে দেন ইলকার। জনশ্রুতি, আরএসএস-এরই একটি সহযোগী সংগঠনের পক্ষ থেকে আইসির নিয়োগে আপত্তি তোলা হয়। এর পরে ইলকার আইসি নিজেই টাটা গোষ্ঠীর প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরে আজ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণকেই এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে ঘোষণা করল টাটা গ্রুপ। বর্তমানে টাটা সন্সের ১০০টি কোম্পানির দায়িত্বে রয়েছেন চন্দ্রশেখরণ।
আরও পড়ুনঃ দিল্লি হিংসা মামলায় জামিন পেলেন ইশরাত জাহান, স্থগিত রইল শারজিল ইমামের জামিনের সিদ্ধান্ত
২০১৬ সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ড সদস্য হন তিনি। ২০১৭-র জানুয়ারিতে টাটা সন্সের চেয়ারম্যান নিযুক্ত করা হয় তাঁকে। এয়ার ইন্ডিয়া টাটার অধীনে যাওয়ার পর জানুয়ারি মাসের ২৭ তারিখে নতুন করে উড়ান শুরু করে সংস্থাটি। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া হাতে নেওয়ার পরেই টাটার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এয়ার ইন্ডিয়ার পুরনো কর্মীদের ছাঁটাই করা হবে না। প্রথম এক বছর তাঁদেরই রেখে দেওয়া হবে। পরবর্তীতে বিবেচনা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584