নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
নিজের পরিবারের সুরক্ষার জন্য আবু ধাবি থেকে দেশে ফিরেছেন চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়না, দল ছেড়ে ভারতে ফিরে এসেছেন। যার পর দলের মালিক এন শ্রীনিবাসনের রায়নার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকি তাঁর ভবিষ্যতে দলে থাকা নিয়েও প্রশ্ন এসে গিয়েছিল। এরপর রায়না সিএসকেতে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু শ্রীনিবাসন তাকে দলে নিতে চান না।
শ্রীনিবাসন জানান, রায়না তার ছেলের মতো হলেও, তার দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও টিম ম্যানেজমেন্ট। আমি এই সমস্ত বিষয়ে মাথা ঘামাই না। এটা আমার এক্তিয়ারের বাইরে আজ অবধি বলিনি একে খেলাও একে খেলিও না।‘
আরও পড়ুনঃ রায়নার পর আইপিএল থেকে সরলেন মালিঙ্গা
শ্রীনির ইঙ্গিতে পরিষ্কার তাঁর ভোট রায়নার উপর নেই তিনি দলে অনুশাসন চাইছেন। এবার বল ক্যাপ্টেন ধোনির কোর্টে, তিনি কি রায়না কে দলে নিতে লড়াই করবেন সেটাই দেখার!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584