নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিচারপতি এনভি রামান্নাকে দেশের ৪৮তম প্রধান বিচারপতি নিয়োগে সিলমোহর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।বিদায়ী প্রধান বিচারপতি এসএ বোবদের সুপারিশ মেনেই নিয়োগ করা হলো তাঁকে। প্রধান বিচারপতি এসএ বোবদে অবসর গ্রহণ করছেন আগামী ২৩ এপ্রিল। নতুন প্রধান বিচারপতি এনভি রামান্নার কার্যকাল আগামী ২৬ অগাস্ট ২০২২ পর্যন্ত।
১৭ ফেব্রুয়ারি, ২০১৪ সালে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হওয়ার আগে বিচারপতি এনভি রামান্না দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসীন ছিলেন। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পন্নভারাম গ্রামে ২৭ অগাস্ট, ১৯৫৭ সালে এক কৃষক পরিবারে তাঁর জন্ম। আইন নিয়ে পড়াশোনার পর ১০ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে অন্ধ্র প্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। অন্ধ্রপ্রদেশের এডভোকেট জেনারেল পদেও তিনি নিযুক্ত হন। ১০মার্চ, ২০১৩ থেকে ২০মে, ২০১৩ পর্যন্ত তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ দিল্লিতে স্কুলের দেওয়ালে মেসির ছবি ঘিরে তুমুল বিতর্ক, এল পুলিশবাহিনীও
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি কিছুদিন আগে সুপ্রীম কোর্টে অভিযোগ জানান যে বিচারপতি রামান্না রাজ্যের রাজনৈতিক বিষয়ে অযথা নাক গলাচ্ছেন তাও খুব স্পর্শ কাতর বিষয়গুলিতে। আভ্যন্তরীণ তদন্তের পরে দু সপ্তাহ আগেই সে মামলা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584