জাতীয় বিচারবিভাগীয় পরিকাঠামো কর্তৃপক্ষ গঠনে এবার সরব দেশের প্রধান বিচারপতি

0
53

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

বিচার বিভাগের পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু-র সামনেই ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। প্রধান বিচারপতি এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রীকে বলেন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ‘জাতীয় বিচারবিভাগীয় পরিকাঠামো কর্তৃপক্ষ’, গঠনের বিষয়ে সামগ্রিক ঐক্যমত্য গড়ে তোলায় দৃষ্টি দেওয়া প্রয়োজন সরকারের।

N V Ramana
প্রধান বিচারপতি এনভি রামানা। ছবি সৌজন্যেঃ ডেকান হেরাল্ড

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘‘স্বাধীন ভারতে বিচারবিভাগীয় পরিকাঠামো উন্নয়নের বিষয়টিকে কখনওই তেমন গুরুত্ব দেওয়া হয়নি।“ তিনি উষ্মা প্রকাশ করে একটি পরিসংখ্যান উপস্থাপনা করে বলেন, দেশে মাত্র ৫ শতাংশ আদালতে প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো রয়েছে। ২৬ শতাংশ আদালতে মহিলাদের পৃথক শৌচাগার নেই। ১৬ শতাংশ আদালতে কোনও শৌচাগারই নেই! তাঁর অভিযোগ, ভারতের অর্ধেক আদালতেই কোনও পাঠাগারের ব্যবস্থা নেই, গুরুত্বপূর্ণ মামলা বিশ্লেষণের জন্য যা অপরিহার্য। ৪৬ শতাংশ আদালতে নেই পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই।

আরও পড়ুনঃ নির্বাচনের পরে ফিরতে পারে রাজ্যের মর্যাদা, জম্মু-কাশ্মীরে ঘোষণা শাহের

পাশাপাশি, বিচারবিভাগের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের বিষয়টিতেও যথাযথ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি এনভি রামানা। তাঁর কথায়, ‘‘সময়মতো ন্যায়বিচার না দেওয়া গেলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দেশের বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৯ শতাংশ পর্যন্ত। আর সময়োচিত ন্যাচবিতারের লক্ষ্যপূরণের জন্য প্রয়োজন বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন।“

আরও পড়ুনঃ ফৈজাবাদ রেল স্টেশনের নাম বদল, যোগী সরকারের সিদ্ধান্তে শিলমোহর কেন্দ্রের

বিচারবিভাগীয় পরিকাঠামো উন্নয়নের জন্য ঠিক কি ধরণের পদক্ষেপ নেওয়া উচিত সরকারের সে বিষয়ে একটি প্রস্তাবও কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি এনভি রামানা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here