নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ঘরে বসে মোবাইলে শুট করে বলিউডে একটা আস্ত ছবি, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম কিংবা সুপার সিঙ্গারের মতো টানা দেড় ঘণ্টার রিয়ালিটি শো তৈরি হতে পারলে ৩০ মিনিটের ধারাবাহিক নয় কেন? আলবাত হতে পারে। আর হলও তাই। আগামী ২০ এপ্রিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকের বর্ষবরণের এপিসোড দেখবেন দর্শক।

গল্পটা এভাবে সাজানো হয়েছে- জবার উদ্যোগে সেনগুপ্ত বাড়ির সবাই মেতে উঠবে বর্ষবরণের আনন্দে। কুহু, কোয়েল, ময়ূরী, টিয়া, লতা, জবা, পরম সহ সকলে অংশ নেবে এই আনন্দমুখর অনুষ্ঠানে। নাচে, গানে, স্মৃতিচারণে, কবিতায় ভরে উঠবে এপিসোড।

প্রত্যেকে নিজের বাড়িতে বসে মোবাইলে শুট করেছেন নিজেদের সিনগুলি। এরপর তার এডিটও হয়েছে ঘরে বসেই। ইচ্ছে থাকলে উপায় হয় তা প্রমাণিত আরও একবার। সর্বোপরি স্টার জলসার এমন উদ্যোগকেও স্যালুট জানাতে হয়।
আরও পড়ুনঃ ফিরছে ‘গানের ওপারে’ থেকে ‘ওগো বধূ সুন্দরী’

তা হলে কি অন্যান্য সব ধারাবাহিকেরও কোনও নতুন পর্ব দেখতে পারবেন দর্শক? উত্তর সময় দেবে। আপাতত ২০ এপ্রিল সন্ধে সাড়ে ৭ টায় দেখতে ভুলবেন না ‘ কে আপন কে পর’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584