নববর্ষে মহামিলন

0
109

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আরও এক নতুন বছরের সূচণায় বাঙালি দিনপঞ্জি৷ এই দিন ঘিরে বাঙালির উন্মাদনার অন্ত নেই। মিষ্টি মুখ, হালখাতা, প্রণামপর্ব অন্ত থাকে না কিছুই। একইভাবে বাংলা বিনোদন চ্যানেলগুলিও পিছিয়ে থাকে না এদিন। তাই নানারঙের অনুষ্ঠানে সাজিয়ে তোলে মূল্যবান স্লটগুলিকে৷

star parivar | newsfront.co

স্টার জলসাতে পয়লা বৈশাখে আসছে এক বিশেষ অনুষ্ঠান। সম্প্রচারিত হবে ‘নববর্ষে মহামিলন’। ধারাবাহিক ‘গঙ্গারাম’ এবং ‘খেলাঘর’ মিলিত হবে এক জায়গায়। টায়রাকে নিয়ে গঙ্গা আসবে সান্টুর এলাকায়।

আরও পড়ুনঃ মনোহরা বাড়িতে বৈশাখী হালখাতা, প্রবেশ অবাধ

একদিকে সান্টু, পূর্ণা অন্যদিকে গঙ্গা, টায়রা- মেতে উঠবে আনন্দ উৎসবে। সেখানেই ঘটবে মহামিলন। কেমন সেই মহামিলন? জানতে হলে দেখতে হবে ‘নববর্ষে মহামিলন’ রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টায় স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here