রাসযাত্রা ঘিরে উৎসবের মেজাজে সেজে উঠছে নবদ্বীপ

0
354

শ্যামল রায়,নবদ্বীপঃ

নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় রাস উৎসব।রাস যাত্রা কৃষ্ণভাবনায় অর্থবহ হলেও নবদ্বীপের রাস যাত্রার বিশেষত্ব হচ্ছে বৈষ্ণব শাক্ত শৈব।এই তিন সম্প্রদায়ের কল্পনাপ্রসূত অসংখ্য প্রতিমার পুজো অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিবছর রাসে।
তাই রাস যাত্রা উপলক্ষে নবদ্বীপ শহরের অলিগলি রাস্তাঘাটে প্যান্ডেল তৈরির কাজ যেমন শেষ পর্যায়ে এবং প্রতিমা তৈরি কাজও চলছে শেষ পর্যায়ে।
রাস যাত্রা উপলক্ষে নবদ্বীপ শহর সেজে উঠেছে।নবদ্বীপ রেল স্টেশন থেকে শুরু করে বেদড়াপাড়া মোড় এবং শহরের রাধা বাজার পোড়ামাতলা বড়াল ঘাট সরকারপাড়া তেঘরিপারা মনিপুর গান তালা রোড পীরতলা প্রাচীন মায়াপুর সহ শ্রীরামপুর গ্রামে ওরসের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলছে।বিদ্যানগরেও উৎসবের আয়োজন চলছে জোর কদমে।

রাসযাত্রার যাত্রার প্রস্তুতি।নিজস্ব চিত্র

এই বৃহৎ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলেরও প্রস্তুতি তুঙ্গে।
সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে নবদ্বীপের রাস উৎসব।নবদ্বীপের দেয়ারাপাড়ার অলোক নাথ কালি বা এলানে কালী প্রথম রাসের কালী।সেই সমকালে এই বিভিন্ন মূর্তিতে পুজো শুরু হয় নবদ্বীপে।নবদ্বীপ ব্যাটারা পাড়ার আম পুলিয়া পাড়ার শবশিবা মাতা,তেঘরি পাড়ার বড়শ‍্যামা মাতা,ব্যানার্জি পাড়ার দেবী গোষ্ঠ মাতা,চারিচারা বাজারের ভদ্র কালী মাতা।এছাড়াও ক্রমান্বয়ে নবদ্বীপের বিভিন্ন প্রান্তে রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে।গৌড় গঙ্গা বড় গঙ্গা মুক্তকেশী মহিষ মর্দিনী মেজ শ্যামা ছোট সামা রণচন্ডী মহিরাবন বধ বামা কালী মহানিশা ইত্যাদি প্রতিমা গুলি বৈচিত্র ও ঐতিহ্যের দাবি রাখে।কয়েক বছর ধরেই নবদ্বীপ শহর জুড়ে পারস্পরিক একটা প্রতিযোগিতা চলছে সেইক্ষেত্রে নবদ্বীপ পৌরসভা নবদ্বীপ থানা তরফ থেকে রাসউৎসব কে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হয়।
বর্তমানে রাসযাত্রা উপলক্ষে রাসের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মহিলাদের নাচ সেই সাথে তাসা পার্টি ব্যান্ড পার্টির কানফাটানো বাজনা ঢোল সানাই বাজনা মেতে ওঠেন শহরের আবালবৃদ্ধবনিতা।
রাসের পরেরদিন শোভাযাত্রা যাকে বলা হয় আড়ং।গোলাকারে চার চাকার মধ্যে দিয়ে প্রতিমাকে বসিয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করানো হয় এর জৌলুস প্রত্যক্ষ করেন লক্ষ লক্ষ দর্শনার্থী।
তাই রাসযাত্রা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি শেষ পর্যায়ে।

আরও পড়ুনঃ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহে টিকা করণ কর্মসূচি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here