মোঃ হাসানুল্লাহ, কোলকাতাঃ
বাংলায় মদ নিষিদ্ধের দাবিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সোমবার নবান্ন অভিযানের ডাক দেয়।
“মদে বাংলা বিপন্ন, চলো এবার নবান্ন”- এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্য থেকে আগত কয়েক হাজার মানুষ আজ মৌলালীর রামলীলা ময়দান থেকে এস.এন.ব্যানার্জী রোড হয়ে নবান্নের উদ্দেশ্যে মিছিল করে রওনা দেয়।
মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ঝাঁটা হাতে তারা মিছিলে অংশগ্ৰহন করে। তাদের মতে দিল্লি থেকে কামদুনি-প্রতিটি ধর্ষণেই দেখা গেছে অভিযুক্তরা মত্ত অবস্থায় ছিল। তাই পশ্চিমবঙ্গে অবিলম্বে মদ নিষিদ্ধ করতে হবে। কিন্তু মিছিল ডোরিনা ক্রসিংয়ে ঢুকতেই পুলিশ বাধা দেয়। সেখানেই বসে শুরু হয় অবরোধ। অচল হয়ে যায় ধর্মতলা চত্বর। অভিযোগ ওঠে পুলিশি হেন্থারও। আটক করা হয় কিছু মহিলা সদস্যাকেও। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পার্টির তরফে মনসা সেন বলেন”প্রথম থেকেই আমরা বাংলায় মদ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। সরকার আমাদের কথা না শোনায় মানুষের মধ্যে একটা ক্ষোভ আজ দেখা গেছে।কিন্তু পুলিশকে দিয়ে যেভাবে আমাদের মিছিলের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছিল তাতে প্রমাণ হয় যে এই সরকার মদ নীতি থেকে সরবে না। তবে আমরাও ছাড়বো না। যতদিন মদ নিষিদ্ধ না হচ্ছে ততদিন আন্দোলন চলবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584