শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ঠিক একদিন পরই সোমবার দিল্লীতে গিয়ে অমিত শাহের সাথে মঞ্চ ভাগ করে নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এরপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনার মাঝেই আলিপুরদুরায়ের বিজেপি সাংসদ জন বারলা বলেন, একুশের নির্বাচনে সৌরভের নেতৃত্বে লড়বে বিজেপি। এমনকি প্রাক্তন সিপিএম নেতা শিলিগুড়ির মেধা মেয়র এবং বিধায়ক অশোক ভট্টাচার্য্য তাকে রাজনীতিতে না আসার পরামর্শ দেন।
চারদিকে চলা নানান জল্পনার মাঝে সৌরভকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে নিউটাউনে সৌরভের জমি ফিরিয়ে নিচ্ছে সরকার। রাজ্যের মন্ত্রীসভায় সৌরভের অনুরোধ মেনে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সৌরভকে রাজনীতিতে যুক্ত না হওয়ার পরামর্শ অশোকের
নিউটাউনে সরকারের পক্ষ থেকে স্কুল গড়ার জন্য সৌরভকে দেওয়া জমি ফিরিয়ে নিতে হিডকো’কে এগিয়ে যেতে বলা হয়েছে। হিডকো’র চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ‘মন্ত্রীসভায় সৌরভের অনুরোধ মেনে নেওয়া হয়েছে। ওনার অনুরোধ মেনে নিউটাউনে ওনাকে দেওয়া জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাকে জমির দাম বাবদ টাকা দিয়ে জমি নিয়ে নেব।”
আরও পড়ুনঃ করোনার নয়া স্ট্রেন নিয়ে বাড়ছে উদ্বেগ, বাড়ল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধের মেয়াদ
উল্লেখ্য, নিউটাউনের জমি ফেরত নেওয়ার জন্য চলতি বছরের আগস্ট মাসে হিডকোর কাছে আবেদন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেক দিন ধরে ওনার আবেদন নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও, সম্প্রতি ওনার আবেদন গ্রহণ করা হয়েছে। এবার ওনার অনুরোধ মেনেই নিউটাউনে ওনাকে দেওয়া জমি ফিরিয়ে নেওয়া হবে।
সরকারি সুত্র অনুযায়ী, ২০১৩ সালে সৌরভকে স্কুল গড়ার জন্য নিউটাউনে দুই একর জমি দিয়েছিল রাজ্য। যেহেতু সৌরভের ওই প্রস্তাবিত স্কুলে গরিব পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণ করার কথা ছিল, সেহেতু ওনাকে অর্ধেক দামে সেই জমিটি দেয় রাজ্য সরকার।
কিন্তু সাত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিভিন্ন কারণে সেখানে স্কুল গড়া নিয়ে এগোতে পারেন নি মহারাজ। আর সেই কারণেই উনি সরকারকে জমি ফেরত নেওয়ার আবেদন করেছিলেন। এখন সেই আবেদন মেনে নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584