নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রবিবার থেকে মঙ্গলবার, এই তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নিয়ে জেলাশাসকদের সতর্ক করল নবান্ন। পাশাপাশি কলকাতা পুরসভাকেও বিশেষভাবে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

রবিবার ভোর থেকেই উপকূলীয় জেলাগুলিতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, দু-একঘণ্টার মধ্যে মুষলধারায় বৃষ্টি নামবে কলকাতা ও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বর্ধমানে। বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে।
পাশাপাশি, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। সবমিলিয়ে আগামী ৭২ ঘণ্টায় বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুনঃ দিঘায় মাছের বাজার- সহ একাধিক দোকানে অগ্নিকাণ্ড
আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। পরবর্তীতে যা সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান ও ক্রমশ শক্তিবৃদ্ধি করবে। যার কারণে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যারা সমু্দ্রে ছিলেন ২০ তারিখের মধ্যে তাঁদের ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ পাঁচিল তোলা নিয়ে হাইকোর্টের রায়ে বোলপুরে অকাল দীপাবলি,লাড্ডু বিতরণ
আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই কালো মেঘে আকাশ ঢেকেছে। সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে, সোমবারও প্রবল বৃষ্টি হবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে। এই প্রবল দুর্যোগের আশঙ্কাতেই সংশ্লিষ্ট প্রশাসনকে সমস্ত দিক দিয়ে তৈরি থাকার আর্জি জানিয়েছে নবান্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584