বিশেষ চাহিদা সম্পন্নদের নবান্ন অভিযান আটকাল পুলিশ

0
80

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

খাদ্যসাথী প্রকল্পে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি, স্পেশাল স্কুলের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান, শিক্ষার সব স্তরে ব্রেল বই দেওয়া, চার শতাংশ চাকরিতে সংরক্ষণের দাবি, বাসে বিনা ভাড়ায় যাতায়াত-সহ ১৮ দফা দাবিতে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল।

Kolkata Rally | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে নবান্নে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এই মঞ্চের সদস্যেরা। কিন্তু মিছিল শুরুর আগেই থামিয়ে দেয় পুলিশ। বিশেষ অনুমতিক্রমে প্রতিবন্ধীরা ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। সেখান থেকে নব মহাকরণ ( নিউ সেক্রেটারির) শ্রম দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা।

মঞ্চের সভাপতি সনৎ মহন্ত জানান, ‘রাজ্য সরকার ২০১৬ সালের প্রতিবন্ধী ব্যক্তি সংক্রান্ত আইনকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। খাদ্যসাথী প্রকল্পের আওতায় অন্ত্যোদয় অন্ন যোজনায় সমস্ত দুঃস্থ প্রতিবন্ধীর অন্তর্ভুক্তি হয়নি। ‘ ‘মানবিক’ নামে প্রতিবন্ধীদের দেওয়া একটি ভাতার পরিমাণ মাসিক ১০০০ টাকা, অন্য আর একটি ভাতার পরিমাণ ৭৫০ টাকা। এই দুর্মূল্যের বাজারে এই সাহায্য দিয়ে কিছুই হয় না বলে সনৎবাবুর দাবি।

আরও পড়ুনঃ এসএসকেএম-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

বাসমালিকেরা বাসভাড়া বাড়াচ্ছেন। সেই ভাড়া প্রতিবন্ধী যাত্রীদেরও দিতে হচ্ছে। লকডাউনের পরবর্তী সময়ে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে নামের সঙ্গে স্পেশ্যাল কথাটি জুড়ে দিয়ে তুলে নেওয়া হয়েছে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কামরা। বন্ধ হয়েছে ট্রেনের টিকিটে ৭৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগও।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে আসছে শুভেন্দু, চলছে জোরকদমে দলীয় প্রস্তুতি

দৃষ্টিহীন, মূক-বধির আর মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্পেশাল স্কুলের দাবি করা হলেও তাদের সাধারণ স্কুলেই যেতে হচ্ছে। অথচ, সেই সব স্কুলে দৃষ্টিহীনদের ব্রেল শেখানোর কেউ নেই। মূক-বধির বা মানসিক প্রতিবন্ধীদের পঠনপাঠনের কোনও পরিকাঠামা নেই এই সব স্কুলে। ব্রেলে পাঠ্যবই পাওয়ায় এখনও বঞ্চিত বহু দৃষ্টিহীন পড়ুয়া।

সনৎবাবু জানান, ‘আইন-স্বীকৃত হওয়া সত্ত্বেও প্রতিবন্ধীদের জন্য চার শতাংশ চাকরিতে সংরক্ষণ এ রাজ্যে আজও কার্যকর হয়নি। বার বার অনুরোধ সত্ত্বেও প্রতিবন্ধীরা কোন কোন কাজের যোগ্য, তা ঠিক করার জন্য কোনও সমীক্ষা আজও হয়নি। যা অন্য কয়েকটি রাজ্যে চালু হয়ে গিয়েছে।’ পাশাপাশি, এই মঞ্চের দাবি, প্রতিবন্ধী মহিলাদের সব রকম নির্যাতন ও ধর্ষণ থেকে বাঁচাতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here