শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
হুহু করে বাড়ছে খাদ্যশস্যের দাম। মহামারীর সঙ্গে কম ফলনের জেরে আগেই একাধিক আনাজের দাম বাড়তে শুরু করেছিল। এবার পেঁয়াজের দামও কেজি প্রতি ৮০ টাকা ছুঁয়ে ফেলায় সরবরাহ জারি রাখতে কড়া নির্দেশ দিল নবান্ন।

এদিন নবান্নের তরফে নোটিস জারি করে বলা হয়েছে, কোনও পাইকারি বিক্রেতা ২৫ মেট্রিক টনের বেশি পেঁয়াজ এবং কোনও খুচরো বিক্রেতা সর্বাধিক ২ মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত করতে পারবেন না। এর চেয়ে বেশি মজুত করলেই সরাসরি ব্যবস্থা নেবে প্রশাসন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের বিভ্রান্তিমূলক আইনের জন্যই এমনটা হচ্ছে। কেন্দ্রের নতুন কৃষি নীতিতে আলু, পেঁয়াজকে অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দেওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে দাবি মু়খ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ বুধবার থেকে লোকাল ট্রেন, সঙ্গে ৭ মিনিট অন্তর চলবে মেট্রোও
তাই মজুত কম করে সরবরাহ জারি রাখতে এমন নির্দেশ জারি হয়েছে নবান্নের তরফে। কোন ব্যবসায়ী অতিরিক্ত মজুত করলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584