করোনাকালে ভিড় এড়াতে প্রয়োজনে বাড়াতে হবে ‘দুয়ারে সরকার’ শিবির, নির্দেশ নবান্নের

0
63

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই রাজ্য ফের শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। এবার ‘দুয়ারে সরকারে’-এর নতুন সংযোজন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। আর রাজ্য সরকারের এই নতুন প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’-এর কারণেই ভিড় বাড়ছে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে। ফলে বেশকিছু জায়গায় পদপিষ্টের মতো ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। তাই ভিড় এড়াতে এবার দুয়ারে সরকার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।

Nabanna
নিজস্ব চিত্র

করোনাকালে একটি দুয়ারে সরকার শিবিরে যাতে চারশোর বেশি মানুষের জমায়েত না হয় তার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আরও শিবির বাড়িয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিল নবান্ন। প্রয়োজনে ভোটগ্রহণ কেন্দ্র অনুযায়ী শিবিরও করা হতে পারে। প্রশাসনিক সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে মুখ্যসচিব জানান, ভিড় এড়াতে বা জমায়েত এড়াতে প্রয়োজনে কয়েক গুণ বাড়ানো হোক শিবিরের সংখ্যা।

আরও পড়ুনঃ কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমবে? কার্যকারিতা নিয়ে নজরদারি কেন্দ্রের

এদিন হাওড়া ও মালদহের শিবিরে ভিড়ের যে ছবি দেখা গিয়েছে, তারপর আরও শিবির বাড়িয়ে দিতে চায় নবান্ন। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের তিনটি করে গ্রাম সংসদ নিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র কাউন্টার করা হবে। শহরের ক্ষেত্রে কয়েকটি বুথভিত্তিক কাউন্টার করার বিষয়েও বলা হয়েছে। আবার যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্যই নবান্নের এই নির্দেশিকা বলেও মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ চার হাজার কোটি টাকার পরমাণু বোমা তৈরির সামগ্রী উদ্ধার কলকাতায়

জানা গিয়েছে, দুয়ারে সরকারের শিবিরগুলিতে ভিড় কমানোর চেষ্টাই করছে রাজ্য সরকার। তাই শিবির বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয় স্তরে কন্টেইনমেন্ট জোন এবং টিকাকরণের উপর নিয়মিত জোর দেওয়া হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। কোভিড বিধি মেনে যাতে স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে এই দুয়ারে সরকার প্রকল্পের কাজ সম্পন্ন হয় তারই ব্যবস্থা করছে নবান্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here