নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ৪ পুরনিগমের ভোট পিছিয়ে দিতে সায় দিল নবান্ন। শনিবারই রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল একথা।
শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর এবং আসানসোল এই চার পুরনিগমের ভোট প্রসঙ্গে হাই কোর্ট কমিশনকে প্রশ্ন করে পুরভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া সম্ভব কিনা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে এই প্রশ্নের উত্তর জানাতে বলা হয়েছে। এর পরেই ভোট পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্যের মতামত জানতে চায় কমিশন।
এরপরে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার। ঐ চিঠিতে নবান্নের তরফে নির্বাচন কমিশনকে জানানো হল, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য। তবে ভোট কিছুটা পিছিয়ে গেলে রাজ্যের আপত্তি নেই । সূত্রের খবর, রাজ্যের এই চিঠির পরে এদিন দুপুরের পরে এই ৪ পুরসভার ভোট পিছিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে গৌতম, গুরুপ্রসাদ ও চন্দন, যোগদানে স্বীকৃতি দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584