কাকদ্বীপে নবী দিবস উদযাপন

0
308

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

নবী কুলের সর্দার মহানবী হযরত রাসূলুল্লাহ (সঃ) আসহাবে ফীলের বছর অর্থাৎ ৫৭০ খৃষ্টাব্দের ১২ই বরিউল আউয়াল সোমবার সুবেহ সাদেকের সময় জন্মগ্রহণ করেন।সেই কারনে পালিত হয় নবী দিবস।

নবী দিবস উপলক্ষে মিছিল।নিজস্ব চিত্র

মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেন। প্রতিবছরের মতো এবারে নবী দিবস পালন করা হল দক্ষিন সুন্দরবনের কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের বিধান ময়দানে।কাকদ্বীপ মহকুমা এলাকার কয়েক হাজার মানুষ যোগদেন বিশ্ব নবীদিবস উপলক্ষ্য। কাকদ্বীপ হারুউড পয়েন্ট নতুন রাস্তা থেকে কাকদ্বীপ বিধান ময়দান পর্যন্ত তিন কিলোমিটার পথ মিছিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। কাকদ্বীপ নবীদিবস উদযাপন কমিটির সম্পাদক সেখ সাইযান, বিশ্ব নবী দিবসে আসা মুসলিম সম্প্রদায় মানুষকে বলেন,শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সম্প্রীতি গড়তে হবে। হিংসা ভেদাভেদ ভুলে একতা গড়তে হবে।এই বিশ্বে মানুষই আসল ধর্ম তাহার উপরে কেহ নাই।

সেখ সাইযান,সম্পাদক নবী দিবস উদযাপন কমিটি।নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন কাকদ্বীপ নবীদিবস উদযাপনের সভাপতি মফিজুল ইসলাম,যুগ্ম সম্পাদক সেখ আনসার সহ বিশিষ্ট জনেরা। কাকদ্বীপ থানা ও হারুড পয়েন্ট কোষ্টাল থানার নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এই বিশ্ব নবী দিবস উদযাপিত হয়।

আরও পড়ুনঃ কবিগুরুর স্মৃতিধন্য হিল হাউসে বিনামূল্যে রবীন্দ্রচর্চা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here