নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা আতঙ্ক, সেই কারণে আসন্ন ইউএস ওপেনে নিজের নাম প্রত্যাহার করলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। এদিন নিজেই টুইট করে সেই কথা জানান নাদাল।
তিনি লেখেন, ‘আমি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি এবার ইউএস ওপেনে নামবো না কারণ করোনার প্রকপ দিন দিন বাড়ছে। সংক্রমণ আটকানোর কোনো রাস্তা নেই তাই আমি ঝুঁকি নিতে চাই না।’
After many thoughts I have decided not to play this year’s US Open. The situation is very complicated worldwide, the COVID-19 cases are increasing, it looks like we still don’t have control of it.
— Rafa Nadal (@RafaelNadal) August 4, 2020
আগামী ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর চলবে ইউএস ওপেন। তিনি মনে করছেন যুক্তরাষ্ট্র এই সময় এই প্রতিযোগিতা করে ঝুঁকি নিচ্ছে।
আরও পড়ুনঃ মুচলেকা দিয়ে অনুশীলনে নামতে হবে সুনীলদের
উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেনের মতো টুর্নামেন্টে বাতিল হয়ে গেছে সেখানে ইউএস ওপেন হচ্ছে। মনে করা হচ্ছে নোভাক জোকোভিচ আমন্ত্রণ মূলক টেনিস টুর্নামেন্ট করে সমস্যায় পড়ছিলেন সেই কারণে তিনি ঝুকি নিলেন না। চোটের কারণে এই বছর নামতেই পারবেন না রজার ফেডেরার ফলে নাদাল নামতে না পারলে ইউএস ওপেন যে আরো ফিকে হয়ে যাবে সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584