মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
এই করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যকে আর মুসুর ডাল পাঠাতে পারবে না বলে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্থা নাফেড। শুধু মুসুর ডালই নয় মুসুরের বদলে মুগ ডালও আর পাঠাতে পারবে না কেন্দ্রের এই সংস্থা।
দেশজুড়ে লকডাউন চলায় মুগ ডাল ভাঙানোর জন্য পর্যাপ্ত কর্মী নেই। তাই ওই সংস্থার পক্ষে রাজ্যকে মুগ ডাল পাঠানো সম্ভব হচ্ছে না।
কেন্দ্র ছোলার ডাল ও অরহর ডাল দেওয়ার কথা বললে রাজ্য বলেছিল, এই রাজ্যের অধিকাংশ মানুষ মুসুর ডাল ও মুগ ডাল খায়। তাই ছোলার ডাল বা অরহর ডাল না পাঠিয়ে মুসুর ও মুগ ডাল পাঠানো হোক।
প্রথম কয়েক দফায় কেন্দ্র থেকে ওই ডাল আসে। এরপরই কেন্দ্রীয় সংস্থা নাফেড জানিয়ে দেয় যে, রাজ্যকে এই ডাল পাঠানো তাদের পক্ষে আর সম্ভব নয়।
আরও পড়ুনঃ জেলায় ফেরা শ্রমিকদের পাশে বীরভূম পুলিশ
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি চাল ও ১ কেজি ডাল দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তিন মাসের জন্য বিনামূল্যে এই চাল ডাল দেওয়ার কথা। চাল দিলেও ডাল আর দিতে পারবে না বলে জানায় কেন্দ্র।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের মুসুর ডালের মাসিক চাহিদা ১৪,৪৫০ মেট্রিক টন। সেখানে নাফেড এনেছে ৪,২২৯ মেট্রিক টন। এরপর আর ডাল দিতে পারবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্থা নাফেড।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584