জমা পড়েনি সিটের রিপোর্ট, নাগাল্যান্ড সরকারকে ১০ দিনের সময়সীমা দিল উপজাতি সংগঠনগুলি

0
55

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নাগাল্যান্ডের মন জেলায় সেনা বাহিনীর গুলিতে ১৪ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট এখনও জমা না পড়ায় ক্ষুব্ধ উপজাতি সংগঠনগুলি। তারা ঘটনার পর থেকেই ওই মৃত্যুর বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার সংগঠনগুলির তরফে এবার রাজ্য সরকারকে ১০ দিনের চরম সময়সীমা দেওয়া হয়েছে।

Nagaland protest
নাগাল্যান্ডে উপজাতি সংগঠনের প্রতিবাদ, ছবিঃ টুইটার

গত ডিসেম্বর মাসের ৪ ও ৫ তারিখ নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গি সন্দেহে ১৪ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে সেনা বাহিনীর ২১ প্যারা এফ ইউনিট। গোয়েন্দা সূত্রে সেনাবাহিনীর কাছে খবর ছিল যে মন জেলার ওই এলাকায় কিছু জঙ্গী আত্মগোপন করে রয়েছে। এই হত্যাকান্ডের পর সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয় এবং একজন মেজর জেনারেলের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু সেই তদন্তের রিপোর্ট এখনো জমা না পড়ায় অত্যন্ত ক্ষুব্ধ সংগঠনগুলি।

আরও পড়ুনঃ “তুই বেড়াল না মুই বেড়াল?” কারা আসল তৃণমূল মমতাপন্থী না অভিষেকপন্থী? উঠছে প্রশ্ন

উপজাতি সংগঠনগুলি সাফ জানিয়েছে যে, ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে সেনা বাহিনীর বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, এই ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। সংগঠনগুলি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “৩০ দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল, জানুয়ারি ১৫ থেকে তা আরও ১০ দিন বৃদ্ধি করা হল। এই সময়সীমায় দাবি মেনে নেওয়া না হলে পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের অনুমোদন অনুযায়ী সমস্ত উপজাতি তাদের এক্তিয়ারে মধ্যে সমস্ত জাতীয় অনুষ্ঠান থেকে বিরত থাকবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here