ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
অতিমারীর প্রবল বিপর্যয়ে দেখা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে কি তিনি হারিয়ে গিয়েছেন? দিল্লি পুলিশের কাছে ‘নিখোঁজ’ অমিত শাহকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে বুধবার নিখোঁজ ডায়েরি করলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পা।

নিখোঁজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অতিমারীর সংকটে বিপর্যস্ত দেশের মানুষ কিন্তু হারিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দয়া করে খুঁজে দিন তাঁকে; এই মর্মে সংসদ স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানা গিয়েছে।
ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফে নাগেশ কারিয়াপ্পার অভিযোগ, দেশের এমন সঙ্কটজনক পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা তো তাঁদের দায়িত্ব পালন করবেন সাধারণ মানুষের প্রতি! সেই দায়িত্ব ভুলে মানুষকে চরম সংকটে ফেলে তাঁরা পালিয়ে যাচ্ছেন, এ কেমন রাজনীতি! যাঁদের দেশের সেবা করার কথা, তাঁরা দেশকে সংকটে রেখে, দেশের মানুষকে চরম বিপদে দেখেও পালিয়ে যাচ্ছেন কেন! তাহলে কোথায় গেল তাঁদের দেশবাসীর প্রতি দায়বদ্ধতার শপথ? সংগঠনের জাতীয় সম্পাদক লোকেশ চুঘ বলেন, “২০১৩ সাল পর্যন্ত রাজনৈতিক নেতারা দেশবাসীর প্রতি তাঁদের দায়বদ্ধতা পালন করেছেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য ও পরিবহন নিশ্চিত করার নির্দেশ শীর্ষ আদালতের
করোনা অতিমারীর এই ভয়াবহ সময়ে যখন সারাদেশ বিপর্যস্ত ঠিক তখনই গেরুয়া শিবিরের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিটি নিখোঁজ !”অমিত শাহের নামে নিখোঁজ ডায়েরি করার পর সংগঠনের দফতরে নাগেশ কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে আসেন দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিক, এমনটাই জানিয়েছেন লোকেশ চুঘ। তবে দিল্লি পুলিশ জানিয়েছে যে এনএসইউআই নেতারা নিজেরাই পুলিশকে ফোন করেছিলেন।
অমিত শাহের জন্য নিখোঁজ ডায়েরি প্রসঙ্গে পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, এটি নেহাতই ছেলেমানুষী। এই অভিযোগের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেবে না।এনএসইউআই -এর তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, মোদি সরকার করোনা অতিমারীর মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি সরকারের যাঁরা প্রধান মুখ তাঁরা দেশবাসীর পাশে থাকা তো দূরের কথা উল্টে নিজেরাই মানুষের সামনে আসছেন না।
আরও পড়ুনঃ সামনের সপ্তাহ থেকেই বাজারে মিলতে চলেছে ‘স্পুটনিক ভি’
এই কারণেই সংগঠনের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি তারা বলেন, ” আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশ্যে বার্তা দিক”। দেশজুড়ে যখন করোনা অতিমারীর ভয়াবহ বিপর্যয় চলছে, তখন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি মোটেই ‘ছেলেমানুষী’র বিষয় নয়, বরং যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দেশের চরম বিপদে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এতই অধরা, অদেখা যে তাঁর জন্য একটি রাজনৈতিক সংগঠন ‘নিখোঁজ ডায়েরি’ করছে এ নিদর্শন স্বাধীন ভারতের ইতিহাসে আর দ্বিতীয় নেই- এমনই মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুনঃ করোনার জেরে স্থগিত ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা
ইতিমধ্যে,বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন মানুষ, বুধবারের তুলনায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584