কথা দিয়েও এলেন না নাঘবি,কিন্তু এল বৃষ্টি,কমে গেল হুমায়ুনের নির্বাচনী সভার ভিড়

0
312

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Naghbi did not came election meeting of humayun
নিজস্ব চিত্র

২০১৯ লোকসভা ভোটের দামামা বাজতেই প্রচার অভিযান শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারে কোন রকম খামতি রাখছেনা কেউই।বিভিন্ন ধরনের জাঁক জমকের মধ্যে দিয়ে একে অপরকে টক্কর দিচ্ছে প্রচারে।কেউ হুড খোলা জিপে তো আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে।আর মুর্শিদাবাদ জেলাতে নিজেদের ঘাঁটি গড়তে বিজেপির হুমায়ুন কবিরের সমর্থনে হেলিকপ্টারে চড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের রাণীনগরে সভা করতে আসার কথা ছিল কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাঘভির। কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেননি।

Naghbi did not came election meeting of humayun
নিজস্ব চিত্র

রানীনগর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের শেখপাড়া স্কুল মাঠে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থনে রাজ্য ও জেলার বিজেপি নেতৃবৃন্দ এসে সভা করলেনসভা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল কয়েক হাজার বিজেপি সমর্থক।কিন্তু বৃষ্টি বিঘ্নিত কারণ ও মুক্তার আব্বাস নাঘভির হেলিকপ্টার না আসার কারণে অনেকেই সভাস্থল ছেড়ে চলে যান।

এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মন্ডল, মুর্শিদাবাদ জেলার বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মনিরুল ইসলাম সহ বিজেপি নেতৃত্ব।

Naghbi did not came election meeting of humayun
নিজস্ব চিত্র

মঞ্চে বক্তৃতা দিতে উঠে শ্যামাপদ মন্ডল একের পর এক তীর দাগলেন শাসক দল ও রাজ্য পুলিশকে। তিনি শেখপাড়ার বিজেপির মঞ্চে থেকে ঘোষণা করলেন,ভোট দিতে যাওয়ার সময় কেউ বাধা দিলে তাকে ছেড়ে কথা বলবেন না।

অন্যান্য নেতারা সেই একই পথে পা মেলালেন।দেখে নেওয়ার হুমকি দিলেন শাসক দল ও রাজ্য পুলিশকে। বক্তব্যের অধিকাংশই ছিল তৃণমূল,সিপিএম কংগ্রেসকে নিয়ে আক্রমণ।কিন্তু মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে তেমন কিছু শোনা গেল না।প্রার্থী হুমায়ুন কবির ও তাদের অনুসরণ করলেন। তার বক্তৃতা জুড়ে ছিল শাসক দল কে আক্রমণ।তার মুখ থেকেও শোনা গেল না উন্নয়ন এর কোন কথা।

সভা চলাকালীন ঘোষণা হয়েছিল প্রশাসনিক কারণে কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাঘভি সভাতে উপস্থিত হতে পারবেন না। আর তারপরেই আস্তে আস্তে কর্মী সমর্থকরা সভাস্থান ত্যাগ করতে থাকেন। কার্যত ফাঁকা হয়ে যায় সভা স্থান।

আরও পড়ুনঃ হুমায়ুনের সমর্থনে নির্বাচনী জনসভায় আসছে নাঘভি

সভাস্থান ত্যাগ করতে করতে বিজেপি কর্মী আক্ষেপের সুরে বললেন, অনেক দূর থেকে হেলিকপ্টার দেখবো বলে এসেছিলাম কিন্তু দেখা হলো না, তাই ফিরে যাচ্ছি। এই দিন বিজেপির লিফলেট বিতরণ করতে দেখা গেল স্কুলের পোষাক পরিহিত স্কুল ছাত্রীদের।কার্যত সভা শেষ হওয়ার আগেই সভাস্থল ত্যাগ করেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here