জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের মাসুন্দি গ্রামের বাসিন্দা নাজিউর রহমান। কিন্তু ইউক্রেনের গোলা বারুদের আতঙ্ক নিয়ে বাড়ি ফিরলেন ভরতপুরের নাজিউর রহমান। বুধবার ভরতপুরের মাসুন্দি গ্রামের বাড়িতে ফেরে নাজিউর। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে পরিবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাটানো প্রতিটি মুহুর্তের অভিজ্ঞতা জানাল নাজিউর।
নাজিউর বলেন, ”গত ২৩শে ফেব্রুয়ারী গোটা ইউক্রেনে বেজে ওঠে সাইরেন। যুদ্ধ ঘোষণা হয়ে যায়। কিছু সময় পরেই শোনা যায়, মিসাইল পড়ার বিকট আওয়াজ। মৃত্যু হয় অনেকের।” সেই সব মুহুর্ত, আতঙ্কে কাটানো প্রতিটা রাত মনে করলে এখনও বুক কেঁপে উঠে নাজিউরের।
ইভানুর ফ্রেঙ্কনুর শহরেই থাকতেন তিনি। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই অন্যান্য ভারতীয় পড়ুয়াদের মতোই আটকে পড়েন নাজিউর। ব্যাহত হয়ে পড়ে বিমান পরিষেবা। কার্যত যুদ্ধ পরিস্থিতিতেই ইউক্রেনে আটকে থাকেন নাজিউর।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ইউক্রেনে ডাক্তারী পড়তে যান। ইউক্রেনের লাভানো ফ্যাঙ্কিভেক্স ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিলেন এবং হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। তিনি জানান, ‘২৬ ফেব্রুয়ারি সেখানে হামলা হওয়ার পর আতঙ্কিত হয়ে পরি। তারপর দিন রাত বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করে রোমানিয়া বর্ডার হয়ে বিমানবন্দর এসে দেশে ফিরি।’
আরও পড়ুনঃ নবম-দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
এদিকে চরম উৎকণ্ঠায় বাবা রেজাউর রহমান ও মা রাজিয়া খাতুন সহ পরিবারের সকল সদস্যরা। অবশেষে ভারতীয় দূতাবাসের তৎপরতায় দেশে ফিরলেন নাজিউর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584