নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ভোট আবহে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই জেলার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা তল্লাশি। ভোট পূর্বের সেই তল্লাশিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার দক্ষিণখাড়ে উদ্ধার করা হল নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা। বেআইনি ভাবে ওই টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানকর্মী বাবলু বর্মনের বিরুদ্ধে।
ভগবানপুর এলাকার বাসিন্দা তিনি। দক্ষিণ খাড় বাসস্ট্যান্ড এলাকায় সে সময় চলছিল নাকা তল্লাশি। পটাশপুর থানার নাকা তল্লাশির সময়ই বাবলুর ব্যাগ থেকে ওই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাস্থলে এএসটি (ট্যাফিক সার্ভেল্যান্স টিম) গিয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯
বাজেয়াপ্ত ৩ লক্ষ ৭০ হাজার টাকা নির্বাচনী ক্যাশ স্ক্রিনিং কমিটির মাধ্যমে জেলা ট্রেজারি দফতরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস।ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584