নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আত্মহত্যার চেষ্টা করল রাজীব গান্ধী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণ। মঙ্গলবার এমনটাই দাবি করলেন তার আইনজীবী। তাঁর মতে, ভেলোরের মহিলাদের জন্য বিশেষ জেলে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। যদিও এমন কিছুই ঘটেনি বলে জানান পুলিশ ও জেল আধিকারিকরা। নলিনী কেবল আত্মহত্যার হুমকি দিয়েছিল। তাঁদের মতে তার শারিরীক অবস্থা ভালোই আছে।
পুলিশ সূত্রে খবর, সহ-বন্দির সঙ্গে বচসার জেরে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন নলিনী শ্রীহরণ। সোমবার ভেলোরের বিশেষ মহিলা জেলে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওই সহবন্দির সঙ্গে নলিনীর হাতাহাতিও হয়। ঘটনার কথা জানিয়ে জেলের ওই ব্লক থেকে নিজেকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য জেলারকে অনুরোধ জানিয়েছেন নলিনীর সহবন্দি।
পরে ঘটনার তদন্ত করতে সেলে পৌঁছলে জেলারকে নলিনী হুমকি দেন যে তিনি আত্মঘাতী হবেন। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে নলিনীর সঙ্গেই যাবজ্জীবন কারাদণ্ড ভুগছেন তাঁর স্বামী মুরুগান, সুথেনথিরা রাজন ওরফে সান্থন, এ জি পেরারিভালন, রবার্ট পায়াস, জয়কুমার এবং রবিচন্দ্রন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584