সর্বভারতীয় পরীক্ষায় বিরল সাফল্য ভাইবোনের

0
63

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

সর্বভারতীয় পরীক্ষায় একই পরিবারে জোড়া সাফল্য। একই পরীক্ষায় বসেছিলেন ভাই-বোন একসঙ্গে। ফলাফল বেরোতেই বাঁধ ভেঙেছে তাঁদের হাসি। খুশি পরিবারও। সর্বভারতীয় পরীক্ষা সিএ-তে টপার হয়েছেন বছর উনিশের নন্দিনী আগরওয়াল, আর দাদা সচিন আগরওয়াল ১৮ তম স্থানাধিকারী। বিরল সাফল্যের অধিকারী এই ভাই-বোন মধ্যপ্রদেশের বাসিন্দা। মোরেনা জেলায় বসেছিলেন দুজনেই।

Nandini Agarwal
নন্দিনী আগরওয়াল-সচিন আগরওয়াল, সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এরপর ফল বেরোতেই আনন্দে আত্মহারা তাঁদের পরিবারের সকলেই। সিএ পরীক্ষায় নন্দিনী অল ইন্ডিয়া টপার হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৮০০-র মধ্যে ৬১৪ এবং নন্দিনীর দাদা সচিন ১৮তম স্থানে রয়েছেন। সর্বভারতীয় পরীক্ষায় ভাইবোনের এই অভাবনীয় কৃতিত্বে নন্দিনী ও সচিন দুজনেই খুশি।

মধ্যপ্রদেশের মোরেনা জেলায় ভিক্টর কনভেন্ট স্কুলে ২০১৭ সালে একসঙ্গেই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হন নন্দিনী ও সচিন। দ্বিতীয় শ্রেণি থেকেই নন্দিনী তাঁর দাদা সচিনের সঙ্গে একই শ্রেণিতে পড়ত। নন্দিনী-র কথায়, ‘সেই স্কুল লেভেল থেকে আমি আর দাদা একসঙ্গে পড়াশোনা করে এসেছি। আমরা আইপিসিসি এবং সিএ ফাইনালের জন্যও একত্রে প্রস্তুতি নিয়েছিলাম।’

আরও পড়ুনঃ নিট দিতে হবে না, দ্বাদশের নম্বরের ভিত্তিতেই পড়া যাবে ডাক্তারি, বিল পাশ তামিলনাড়ু সরকারের

শুধু তাই নয়, নন্দিনী আরও বলেন যে, ‘আমরা যখন কোনও প্রশ্নপত্রের সমাধান করি, তখন আমার উত্তর দাদা চেক করে দেয়, আর দাদার উত্তর আমি চেক করে দিই। এমনও অনেক সময় হয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার দাদা আশা ছাড়েনি, দাদা আমাকে সবসময় সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে’। সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় কৃতিত্বের সাক্ষর রাখতে পেরে খুশি বোন নন্দিনী ও দাদা সচিন। শুধু তাই নয়, সর্বাভারতীয় পরীক্ষায় ভাইবোনের এই বিরল সাফল্যের আনন্দে আপ্লুত তাঁদের পরিবারও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here