অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার মৃত্যুতে শোকে মূহ্যমান ফুটবল বিশ্ব। আর মারাদোনা ও নাপোলি যেন সমার্থক সেই ঘরের ছেলেকে হারানোর বেদনাকে সঙ্গী করেই এদিন ইউরোপা লিগে নাপোলিও।
এই ক্লাবকে বিশ্বের দরবারে যে প্রতিষ্ঠা করেছিলেন মারাদোনাই। ১৯৮৭ এবং ১৯৯০ ইতালির এই ক্লাবকে ইতালি সেরা করেছিলেন আর্জেন্তাইন ফুটবল রাজপুত্র। তাই মারাদোনাকে সম্মান এক অভিনব উদ্যোগ গ্রহণ করল নাপোলি ফুটবল ক্লাব।
আরও পড়ুনঃ গাঙ্গুলি বাগানে শহীদ বেদি করে শ্রদ্ধা মারাদোনাকে
ঘরের মাঠ স্তাদিও সান পাওলো স্টেডিয়ামে এদিন দিয়েগোকে সম্মান জানিয়ে নাপোলির এগারো জন ফুটবলার মাঠে নামলেন ‘মারাদোনা ১০’ লেখা জার্সি গায়ে চাপিয়ে। ফুটবল ঈশ্বরকে সম্মান জানানোর জন্য এর চেয়ে অভিনব পন্থা বোধহয় আর হতে পারত না।
আরও পড়ুনঃ চোখের জলে রাজপুত্রকে বিদায় জানাল আর্জেন্টিনা
ক্রোয়েশিয়ার ফুটবল ক্লাব রিজেকার বিরুদ্ধে এদিন বাকায়োকো, কৌলিবালি প্রত্যেকের জার্সির পিছনে লেখা ছিল ‘মারাদোনা ১০’। দিয়েগোর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্যে দিয়েই শুরু হয় ম্যাচ। ক্রোয়েশিয়ার দলটির বিরুদ্ধে ২-০ ব্যবধানে ম্যাচ জেতে নাপোলি সার্থক দিয়েগোর প্রতি ভালোবাসা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584