গড়বেতায় তারা মায়ের পুজো উপলক্ষে নর নারায়ণ সেবা

0
481

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার কুমারডুবি গ্রামে সাধক বামদেব শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমে বারো তম বর্ষ তারা মায়ের পুজো উপলক্ষে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়।

nara narayan seva on kali puja in garbeta | newsfront.co
নর নারায়ণ সেবা। নিজস্ব চিত্র

প্রায় ৫০ হাজার মানুষ মঙ্গলবার নরনারায়ন সেবা অনুষ্ঠানে অংশগ্রহন করে। ওই আশ্রমে তারা মায়ের পুজো উপলক্ষে নর নারায়ণ সেবার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার শেষ হবে তিন দিনের অনুষ্ঠান।

nara narayan seva on kali puja in garbeta | newsfront.co
নিজস্ব চিত্র

পুজো কমিটির সভাপতি অরবিন্দ খান বলেন প্রায় ২০ বছর আগে আশ্রমটি প্রতিষ্ঠা করেন বাঁকুড়ার রায়পুর থেকে আসা মোহনা নন্দ গিরি মহারাজ।

আরও পড়ুনঃ রোগী কল্যাণ সমিতির দায়িত্ব পেয়েই হাসপাতাল পরিদর্শনে পার্থ প্রতিম

nara narayan seva on kali puja in garbeta | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন সেই থেকে ভক্তদের সহযোগিতা ও সাহায্যে প্রতি বছর তিথি মেনে তারা মায়ের পুজো উপলক্ষে নর নারায়ণ সেবা অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । মঙ্গলবার নর নারায়ণ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার ভক্ত সামিল হয়েছিলেন বলে অরবিন্দ বাবু জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here