ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বদলির কারন জানতে চেয়ে সিবিআই অধিকর্তাকে মেইল করলেন নারদা তদন্তের আধিকারিক রঞ্জিত কুমার। সূত্রের খবর বদলির নির্দেশ পাওয়ার পরই নারদা তদন্তের আধিকারিক বদলি সংক্রান্ত নিয়মাবলী উদ্ধৃত করে সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লকে ইমেল করেন।
এক সাথে রাজ্যের তিন হাই প্রোফাইল মামলার আধিকারিক পরিবর্তনে বিভিন্ন মহল থেকে উঠছে একাধিক প্রশ্ন। আচমকা এই বদলি প্রসঙ্গে সিবিআই জানিয়েছে রুটিন পরিবর্তন। যদিও নিয়মানুযায়ী আধিকারিক পরিবর্তনের ক্ষেত্রে রুটিন বদলির নিয়মও এই ক্ষেত্রে মানা হচ্ছে না।
বদলি সংক্রান্ত নিয়মাবলি অনুযায়ী পাঁচ বছর পর পর উর্ধবতন কর্তৃপক্ষ কোনও আধিকারিকের শাখা পরিবর্তন করতে পারেন। অর্থাৎ যে আধিকারিক দূর্নীতি দমন শাখায় রয়েছেন তাঁকে বিশেষ অপরাধ শাখায় বদলি করা যেতে পারে। একই সাথে স্টেশন পরিবর্তনের ক্ষেত্রে বদলির নিয়ম দশ বছর। অর্থাৎ কলকাতা থেকে দিল্লি।
আরও পড়ুনঃ এনপিআর-এনআরসি সম্পর্কযুক্ত কিনা জানতে শীর্ষ আদালতে আবেদন মুসলিম লীগের
নারদা তদন্তের আধিকারিক রঞ্জিত কুমার এবং সারদা তদন্তের আধিকারিক তথাগত বর্ধনকে একই সাথে নয়া দিল্লির সদর দফতরে বদলি করা হয়েছে।
অর্থাৎ তাঁদের স্টেশন পরিবর্তন করা হচ্ছে। রোজভ্যালি মামলার তদন্তকারী আধিকারিক শোজম শেরপাকে পূর্বের আধিকারিকের ন্যায় ভুবনেশ্বরে বদলি করা হয়েছে। কিন্তু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে কলকাতায় রঞ্জিত কুমারের কার্যকাল আট বছরের, তাহলে কোন নিয়মে তাঁকে বদলি করা হচ্ছে এই নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ এনপিআর-এনআরসি সম্পর্কযুক্ত কিনা জানতে শীর্ষ আদালতে আবেদন মুসলিম লীগের
জানা যাচ্ছে যে, নারদা মামলার আধিকারিক ইমেলে এটাও জানতে চেয়েছেন যে, তার এই বদলি কোন শাস্তিমূলক পদক্ষেপ কি না, যদি শাস্তি হয় তবে কি কারনে সেটাও উল্লেখ করা হয়েছে।
সারদা নারদা রোজভ্যালি মামলা এক গুরুতবপূর্ণ পর্যায়ে আছে। তদন্তের এই প্রায় অন্তিম মূহুর্তে দীর্ঘদিন ধরে তদন্ত পরিচালক ওয়াকিবহাল অধিকারিকদের সরিয়ে দিয়ে কেন নতুন আধিকারিকদের নিয়ে আসা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584