হলদিয়া পুরসভার নতুন ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিক

0
65

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত ১৫ ই জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল আদক। এরপর থেকে সেই চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। তারপর গত কয়েকদিন আগে চেয়ারম্যান পদে নির্বাচিত হন হলদিয়া পুরসভার কাউন্সিলর সুধাংশু শেখর মন্ডল।

vice chair man | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি এতদিন ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ফলে সুধাংশু শেখর মন্ডল চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য ভাইস চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। এরপর মঙ্গলবার ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন হলদিয়া পুরসভার কাউন্সিলর নারায়ন চন্দ্র প্রামাণিক।

আরও পড়ুনঃ খড়্গপুরে বিজেপির রথযাত্রাকে বাসযাত্রা বলে কটাক্ষ বিদ্যুৎ মন্ত্রী শোভনদেবের

মঙ্গলবার তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং শপথ বাক্য পাঠ করেন, তবে নতুন ভাইস চেয়ারম্যান হয়ে তিনি বলেন সাধারণ মানুষের কাজের জন্য নিজে নিয়োজিত থাকবেন।

পাশাপাশি এলাকার কি কি কাজ বাকি রয়েছে সেই দিকেই নজর রাখবেন। এমনটাই জানিয়েছেন নতুন ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ্র প্রামাণিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here