মিশন বাংলা! চলতি মাসে রাজ্যে আসছে মোদী, শাহ – নাড্ডা

0
64

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

চলতি মাসের ১৫ দিনের মধ্যে বাংলায় আসছেন মোদী-নাড্ডা-অমিত। সর্বভারতীয় বিজেপি শীর্ষ নেতৃত্বের ঠাসা কর্মসূচি ঠিক হয়েছে এমনই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগামী বঙ্গ সফরের দিন একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি, দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

bjp leaders | newsfront.co

বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে ২৯শে জানুয়ারি শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের রাজ্য সফর। তবে তিনি যে খুব শিগগিরই বাংলায় আসছেন, রবিবার হাওড়ার ডুমুরজলার বিজেপি মেগা যোগদান সভায় ভার্চুয়াল বার্তায় জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই আজ বিজেপি সূত্রে শাহের সফরসূচিতে এমনটা জানা গিয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথম ২ সপ্তাহ জুড়ে রাজ্যে ঠাসা কর্মসূচি মোদী-শাহ-নাড্ডার। ৬ ফেব্রুয়ারি বাংলায় আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ওদিন রাজ্যে ৫টি রথযাত্রার মধ্যে একটি রথযাত্রার সূচনা করবেন তিনি। এরপর ৭ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। উদ্বোধন করবেন ১১০০ কোটি টাকা খরচ করে বানানো এলপিজি টার্মিনালের। এরপর দিন, ৮ তারিখ, দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। আর তারপর ১০ই ফেব্রুয়ারি রথযাত্রার উদ্বোধনে আবার আসছেন নাড্ডা। সবমিলিয়ে হাইভোল্টেজ ফেব্রুয়ারি!

আরও পড়ুনঃ বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কৈলাশ বিজয়বর্গীয়র

প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের বঙ্গ সফর। তাঁর বদলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপি যোগদান মেলায় উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি। আর ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় ভার্চুয়াল বার্তা দেন অমিত শাহ। ভার্চুয়াল বার্তায় রাজ্যে দীর্ঘ ১০ বছরের তৃণমূলের শাসনকালকে বিঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘সোনার বাংলা’ গড়তে একুশের ভোটে পরিবর্তনের ডাক দেন। একইসঙ্গে জানান যে, সফর স্থগিত হয়ে গেলেও তিনি শিগগিরই আবার আসছেন।

আরও পড়ুনঃ দলের নির্দেশে আগামী বিধানসভায় লড়তেও পারেন,আলিপুরদুয়ারে জানালেন সুশান্ত ঘোষ

প্রসঙ্গত, দুদিনের সফরে রাজ্যে এসে প্রথমে ঠাকুরনগরে মতুয়াদের সভা, তারপর ডুমুরজলায় যোগদান মেলায় যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহের। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মাঠে গত শনিবারের সেই সভা স্থগিত হয়ে গিয়েছে। তবে ফোনে শনিবারই বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরকে তিনি জানিয়েছিলেন যে, বাঁধা মঞ্চ না খুলতে। খুব শিগগিরই তিনি আসছেন। আর ওই মঞ্চেই সভা করবেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here